মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ৬৪৩
- নামাযের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আযান
৬৪৩। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসুলুল্লাহ (ﷺ)-এর যমানায় আযান দু'বার এবং একামত এক একবার ছিল; কিন্তু মুয়াযযিন ক্বাদক্বামাতিছ ছালাহকে দু'বার বলতেন। -আবু দাউদ, নাসায়ী, দারেমী
كتاب الصلاة
عَن ابْن عمر قَالَ: كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَالْإِقَامَةُ مَرَّةً مَرَّةً غَيْرَ أَنَّهُ كَانَ يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ قَدْ قَامَتِ الصَّلَاةُ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ والدارمي
তাহকীক:
হাদীস নং: ৬৪৪
- নামাযের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আযান
৬৪৪। হযরত আবু মাহযুরাহ (রাযিঃ) হতে বর্ণিত রয়েছে, নবী পাক (ﷺ) তাকে আযান শিখিয়েছেন উনিশটি বাক্যে এবং একামত (শিখিয়েছেন) সতেরটি বাক্যে।
كتاب الصلاة
وَعَنْ أَبِي مَحْذُورَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ الْأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً وَالْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَابْنُ مَاجَهْ
তাহকীক:
হাদীস নং: ৬৪৫
- নামাযের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আযান
৬৪৫। হযরত আবু মাহযুরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাকে আযানের নিয়ম শিখিয়ে দিন। আবু মাহযুরাহ বলেন, তখন তিনি আমার মাথার সম্মুখ ভাগের উপর হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি উচ্চস্বরে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর নিম্নম্বরে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপর উচ্চস্বরে ঘোষণা করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়্যা আলাছ ছালাহ, হাইয়্যা আলাছ ছালাহ, হাইয়্যা আলাল ফালাহ, হাইয়্যা আলাল ফালাহ। ফজরের নামাযে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْهُ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي سنة الْأَذَان قَالَ: فَمسح مقدم رَأسه. وَقَالَ: وَتقول اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ تَرْفَعُ بِهَا صَوْتَكَ ثُمَّ تَقُولَ: أَشْهَدُ أَن لَا إِلَه إِلَّا الله أشهد أَن لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ تَخْفِضُ بِهَا صَوْتَكَ ثُمَّ تَرْفَعُ صَوْتَكَ بِالشَّهَادَةِ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَن لَا إِلَه إِلَّا الله أشهد أَن مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ فَإِنْ كَانَ صَلَاةُ الصُّبْحِ قُلْتَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৬৪৬
- নামাযের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আযান
৬৪৬। হযরত বেলাল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, ফজরের নামায ব্যতীত কোন নামাযেই তাসবীব করবে না আলাদা ঘোষণা দিবে না। -তিরমিযী, ইবনে মাজাহ তিরমিযী বলেছেন, এর এক বর্ণনাকারী আবু ইসরাইল মুহাদ্দিছগণের নিকট ততটা নির্ভরযোগ্য নয়।
كتاب الصلاة
وَعَنْ بِلَالٍ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُثَوِّبَنَّ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ إِلَّا فِي صَلَاةِ الْفَجْرِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: أَبُو إِسْرَائِيلَ الرَّاوِي لَيْسَ هُوَ بِذَاكَ الْقَوِيِّ عِنْدَ أهل الحَدِيث
তাহকীক:
হাদীস নং: ৬৪৭
- নামাযের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আযান
৬৪৭। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বেলাল (রাযিঃ)-কে বললেন, আযান দিবার সময় খুব ধীরে ধীরে (কন্ঠস্বর দীর্ঘ করে) দিবে। আর একামত বলার সময় দ্রুত (কিছুটা নিম্নস্বরে) বলবে এবং আযান ও একামতের মধ্যে এই পরিমাণ সময় রাখবে যেন পানাহারে রত লোকেরা পানাহার হতে এবং যাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন রয়েছে তারা তা সেরে আসতে পারে এবং তোমরা নামাযের জন্য দাঁড়িয়ে যাবে না, যখন পর্যন্ত না আমাকে দেখ। -তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ: «إِذَا أَذَّنْتَ فَتَرَسَّلْ وَإِذا أَقمت فاحدر وَاجعَل بَيْنَ أَذَانِكَ وَإِقَامَتِكَ قَدْرَ مَا يَفْرُغُ الْآكِلُ مِنْ أَكْلِهِ وَالشَّارِبُ مِنْ شُرْبِهِ وَالْمُعْتَصِرُ إِذَا دَخَلَ لِقَضَاءِ حَاجَتِهِ وَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي» . رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: لَا نعرفه إِلَّا من حَدِيث عبد الْمُنعم وَهُوَ إِسْنَاد مَجْهُول
তাহকীক:
হাদীস নং: ৬৪৮
- নামাযের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আযান
৬৪৮। হযরত যিয়াদ ইবনে হারেছ সুদায়ী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, আযান দাও ফজরের নামাযের জন্য; সুতরাং আমি আযান দিলাম। তারপর বেলাল (রাযিঃ) একামত বলতে চাইলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সুদায়ী আযান দিয়েছে। যে আযান দিবে সে একামতও বলবে। -তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ
كتاب الصلاة
وَعَن زِيَاد بن الْحَارِث الصدائي قَالَ: أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن أؤذن فِي صَلَاةِ الْفَجْرِ» فَأَذَّنْتُ فَأَرَادَ بِلَالٌ أَنْ يُقِيمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن أَخا صداء قد أذن وَمن أَذَّنَ فَهُوَ يُقِيمُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
তাহকীক: