মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৪৯

পরিচ্ছেদঃ ৫. তৃতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪৯। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একদা) একব্যক্তি নবী পাক (ﷺ)-এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি নাপাকীর গোসল করে ফজরের নামায আদায় করার পর দেখলাম যে, এক নখ পরিমাণ জায়গায় পানি পৌঁছে নি। (আমার নামায আদায় হয়েছে কি?) তিনি বললেন, যদি ঐ সময় তুমি ঐ স্থানটির উপর তোমার ভেজা হাত মুছে নিতে তবে তাই তোমার পক্ষে যথেষ্ট হতো। -ইবনে মাজাহ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫০

পরিচ্ছেদঃ ৫. তৃতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৫০। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নামায ছিল পঞ্চাশ ওয়াক্ত। নাপাকীর গোসল ছিল সাতবার এবং কাপড় হতে প্রস্রাব ধৌত করা ছিল সাতবার। রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর দরবারে পুনঃ পুনঃ প্রার্থনা করার ফলে নামায করা হয়েছে পাঁচ ওয়াক্ত নাপাকীর গোসল করা হয়েছে একবার এবং প্রস্রাব হতে কাপড় ধৌত করা হয়েছে একবার। -আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান