মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৩৪

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৪। উম্মু সুলায়মের বরাতে ইমাম মুসলিম উদ্ধৃত করেছেন যে, পুরুষের বীর্য হয় ঘন সাদা আর মহিলাদের বীর্য হয় পাতলা-হলুদ। অতঃপর যেটি জরায়ুতে আগে প্রবেশ করে বাচ্চা সেটির সদৃশ হয়।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৩৫

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৫। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) বীর্যপাতজনিত গোসল করার সময় এইভাবে শুরু করতেনঃ প্রথমে দুইহাত (কব্জি পর্যন্ত) ধৌত করতেন। তারপর নামাযের অজুর ন্যায় অজু করতেন, তারপর অঙ্গুলিসমূহ পানিতে ঢুকিয়ে তদ্বারা চুলের গোড়া খেলাল করতেন, তারপর দুইহাত দ্বারা মাথার উপর তিন কোষ পানি ঢালতেন। তারপর শরীরের সকল স্থানে পানি ঢেলে দিতেন। মুসলিমের এক বর্ণনায় এসেছে যে, পাত্রে হাত দেয়ার আগে দুহাত ধুয়ে নিতেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢালতেন এবং যৌনাঙ্গ ধুয়ে নিতেন। এরপর অজু করতেন। - বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৩৬

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৬। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, হযরত মায়মুনা (রাযিঃ) বলেছেন, একদা আমি নবী পাক (ﷺ)-এর জন্য গোসলের পানি রাখলাম। তারপর একটি কাপড় দ্বারা তাঁর জন্য পর্দা করে দিলাম। তিনি প্রথমে তাঁর দুই হাতের উপর পানি ঢেলে (কব্জি পর্যন্ত) ধৌত করলেন। তারপর ডানহাত দ্বারা বামহাতের উপর পানি ঢাললেন এবং (তদ্বারা) লজ্জাস্থান ধৌত করলেন। তারপর হাত মাটিতে ঘষে নিলেন। পুনরায় হাত (যথানিয়মে) ধুয়ে নিয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন এবং মুখমণ্ডল ও হাত (কনুই পর্যন্ত) ধৌত করলেন, তারপর মাথার উপর পানি ঢাললেন এবং সর্বাঙ্গে পানি প্রবাহিত করলেন। এর পর তিনি ওই স্থান হতে সামান্য সরে গিয়ে দুই পা ধৌত করলেন। অতঃপর আমি (পানি মুছে ফেলতে) তাঁকে কাপড় দিলাম; কিন্তু তা নিলেন না; হস্তদ্বয় ঝাড়তে ঝাড়তে চলে গেলেন। -বুখারী, মুসলিম, শব্দগুলো বুখারীর উদ্ধৃতি

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৩৭

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একদা) এক আনছারী মহিলা নবী পাক (ﷺ)-কে হায়েজের গোসল সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি তাকে গোসল করার রীতি বলে দিলেন। তিনি বললেন, মেশকের ঘ্রাণযুক্ত একটি কাপড়ের টুকরো নিয়ে তা দিয়ে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবে। সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? রাসূলুল্লাহ (ﷺ) পুনরায় বললেন, পবিত্রতা অর্জন করবে। সে পুনরায় বলল, আমি তা দিয়ে কিভাবে পবিত্রতা অর্জন করব? তিনি তখন বললেন, সুবহানাল্লাহ! (একটু বুদ্ধি খাটিয়ে) তা দিয়ে পবিত্রতা অর্জন করবে। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, তখন আমি তাকে আমার কাছে টেনে এনে বললাম, ঐ কাপড় দ্বারা রক্তের চিহ্ন মুছে নেবে। -বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৩৮

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৮। হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার মাথার চুলে শক্ত করে বেণী বাঁধি। ফরজ গোসল করার সময় কি তা খুলে ফেলতে হবে? তিনি বললেন, না; বরং তুমি তোমার মাথার উপর তিনকোষ পানি ঢালবে, এটাই তোমার জন্য যথেষ্ট। এরপর তুমি তোমার সর্বাঙ্গে পানি ঢেলে দিবে এবং পবিত্রতা লাভ করবে। -মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৩৯

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৯। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) প্রায় একসের পরিমাণ পানি দ্বারা অজু করতেন এবং চার হতে পাঁচ সের পর্যন্ত পানি দ্বারা গোসল করতেন। -বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৪০

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪০। হযরত আয়েশা (রাযিঃ) বলেছেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) আমার এবং তাঁর মাঝখানে রাখা পাত্র হতে একসাথে গোসল করতাম। তিনি তাড়াতাড়ি করে আমার আগেই পানি নিতেন। আর আমি বলতাম যে, আমার জন্যও রাখুন, আমার জন্যও রাখুন। বর্ণনাকারিণী বলেন, তাঁদের বীর্যপাতকেন্দ্রিক গোসল করা অবস্থায় এরূপ হত। —বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৪১

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪১। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, কোন পুরুষ (জাগ্রত হয়ে শুক্রের) আর্দ্রতা অনুভব করল; কিন্তু স্বপ্নদোষের কথা তার মনে পড়ল না। এমতাবস্থায় সে কি করবে? তিনি বললেন, সে গোসল করবে। পক্ষান্তরে কোন পুরুষের স্মরণ হচ্ছে যে, তার স্বপ্নদোষ হয়েছে; কিন্তু কোনরূপ আর্দ্রতা অনুভব করছে না। সে কি করবে? তিনি বললেন, তার উপর গোসল ফরজ নয়। তখন উম্মে সুলাইম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! যে স্ত্রীলোক ঐরূপ দেখবে তার উপরও কি গোসল ফরজ হবে? তিনি বললেন, হ্যাঁ, স্ত্রীলোকেরা পুরুষদেরই অনুরূপ। -তিরমিযী, আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৪২

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪২। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লরাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন (পুরুষের) খাত্নার স্থল (স্ত্রীর) খাৎনার স্থলে প্রবেশ করবে তখন উভয়ের উপর গোসল ফরজ হবে। (আয়েশা (রাযিঃ) বলেন) আমার ও রাসূলুল্লাহ (ﷺ)-এর এরূপ হলে আমরা উভয়ে গোসল করতাম। –তিরমিযী, ইবনে মাজাহ

তাহকীক:
তাহকীক চলমান