মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১০ টি

হাদীস নং: ৩৯৬
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৬। হযরত আব্দুল্লাহ ইবন যায়েদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একদা) রাসূলুল্লাহ (ﷺ) অজু করলেন দুই দুইবার করে। -বুখারী
كتاب الطهارة
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ. رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৭। হযরত ওছমান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা তিনি মাকায়েদ নামক স্থানে অজু করতে বসে বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর অজু দেখাব না? অতঃপর তিনি তিনবার করে অজু করলেন। -মুসলিম
كتاب الطهارة
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ تَوَضَّأَ بِالْمَقَاعِدِ فَقَالَ: أَلَا أُرِيكُمْ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَتَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا. رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৮
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৮। হযরত আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা রাসূলে পাক (ﷺ)-এর সাথে মক্কা হতে মদীনায় ফেরার সময় পথে যখন একটি পানির কূপের নিকট পৌঁছলাম, তখন আমাদের মধ্যকার কিছু লোক আছরের ওয়াক্তে তাড়াতাড়ি অজু করতে গেলেন এবং তাড়াহুড়ার সাথে অজু করলেন। এর পর আমরা তাদের নিকট পৌঁছলাম। দেখা গেল তাদের পায়ের গোড়ালী শুকনো, তথায় পানি পৌঁছেনি। তা দেখে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সর্বনাশ! এই গোড়ালীসমূহের এই লোকগুলো দোযখে যাবে। অজু করতে হবে পরিপূর্ণভাবে।
كتاب الطهارة
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَن عبد الله بن عَمْرو قَالَ: رَجَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ حَتَّى إِذا كُنَّا بِمَاء بِالطَّرِيقِ تعجل قوم عِنْد الْعَصْر فتوضؤوا وهم عِجَال فَانْتَهَيْنَا إِلَيْهِم وَأَعْقَابُهُمْ تَلُوحُ لَمْ يَمَسَّهَا الْمَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ من النَّار أَسْبغُوا الْوضُوء» . رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৯। হযরত মুগীরাহ ইবন শো'বা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) অজু করলেন এবং মাসেহ করলেন মাথার অগ্রভাগে। আর পাগড়ীর উপর এবং মোজার উপর। -মুসলিম
كتاب الطهارة
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَن الْمُغيرَة بن شُعْبَة قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَمَسَحَ بِنَاصِيَتِهِ وَعَلَى الْعِمَامَةِ وَعَلَى الْخُفَّيْنِ. رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০০
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪০০। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যতদূর সম্ভব তাঁর প্রত্যেক কাজই ডানদিক হতে শুরু করা পছন্দ করতেন— পবিত্রতা অর্জন, চুল আঁচড়ানো এবং জুতা পরিধান সর্বক্ষেত্রে। - বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ: فِي طهوره وَترَجله وتنعله
হাদীস নং: ৪০১
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪০১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন তোমরা কিছু পরিধান করে এবং যখন অজু করবে ডানদিক হতে শুরু করবে। —আহমদ, আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذا لبستم وَإِذا توضأتم فابدؤوا بأيامنكم» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
হাদীস নং: ৪০২
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪০২। হযরত সাঈদ ইবন যায়দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, অজু শুরু করার কালে যে ব্যক্তি বিসমিল্লাহ বলেনি তার অজু হয়নি। -তিরমিযী এবং ইবনে মাজাহ
كتاب الطهارة
وَعَن سعيد بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ الله عَلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
হাদীস নং: ৪০৩
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪০৩। আহমাদ ও আবু দাউদে আবু হুরায়রাহ্ (রাঃ) হতে হাদীসটি বর্ণিত।
كتاب الطهارة
وَرَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ عَنْ أَبِي هُرَيْرَةَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৪
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪০৪। দারিমী আবু সা’ঈদ আল খুদরী (রাঃ) হতে ও তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। ইমাম আহমাদ প্রমুখ তাদের বর্ণনায় তার প্রথমে এ কথা বৃদ্ধি করেছেন যার উযূ নেই তার সালাত ও নেই, অর্থাৎ- উযূ ব্যতীত সালাত হয় না।
كتاب الطهارة
والدارمي عَن أبي سعيد الْخُدْرِيّ عَن أَبِيه وَزَادُوا فِي أَوله:
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪০৫। হযরত লাকীত ইবন ছাবেরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অজুর বিষয় বলুন। তিনি বললেন, অজুতে স্থানসমূহ পূর্ণভাবে ধৌত করবে। আঙ্গুলগুলোর মধ্যে খেলাল করবে এবং নাসিকা ছিদ্রে উত্তমরূপে পানি পৌঁছাব-রোযা না রাখা অবস্থায়। -আবু দাউদ, তিরমিযী, নাসায়ী
كتاب الطهارة
وَعَنْ لَقِيطِ بْنِ صَبِرَةَ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ. قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَرَوَى ابْنُ مَاجَه والدارمي إِلَى قَوْله: بَين الْأَصَابِع
tahqiq

তাহকীক: