মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৭৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মিসওয়াক করা প্রসঙ্গে
৩৭৭। হযরত শুরাইহ ইবনে হানী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার আমি (উম্মুল মুমিনীন) হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) যখন ঘরে প্রবেশ করতেন, তখন প্রথমে তিনি কোন্ কাজ করতেন? তিনি বললেন, মেসওয়াক (করতেন)। -মুসলিম
كتاب الطهارة
بَابُ الْمِسْوَاكِ
وَعَن شُرَيْح بن هَانِئ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دخل بَيته؟ قَالَت: بِالسِّوَاكِ. رَوَاهُ مُسلم
হাদীস নং: ৩৭৮
- পাক-পবিত্রতার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মিসওয়াক করা প্রসঙ্গে
৩৭৮। হযরত হুযায়ফাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রাত্রে তাহাজ্জুদের জন্য উঠতেন তখন মেসওয়াক দ্বারা তাঁর মুখ পরিষ্কার করতেন। —বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ الْمِسْوَاكِ
وَعَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ
হাদীস নং: ৩৭৯
- পাক-পবিত্রতার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মিসওয়াক করা প্রসঙ্গে
৩৭৯। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, দশটি বিষয় স্বভাবজাত। যথাঃ (১) গোফ খাট করা; (২) দাড়ি লম্বা করা; (৩) মেসওয়াক করা; (8) পানি দিয়ে নাক পরিষ্কার করা; (৫) নখ কর্তন করা; (৬) আঙ্গুলের গিরাগুলি ধৌত করা; (৭) বগলের পশম উপড়ে ফেলা; (৮) গুপ্তস্থানের পশম কর্তন করা এবং (৯) শৌচক্রিয়া করা। বর্ণনাকারী বলেন, দশম বিষয়টি আমি ভুলে গিয়েছি। তবে মনে হয় তা কুলি করা হবে। -মুসলিম
অপর এক বর্ণনায় দাঁড়ি লম্বা করার স্থানে খতনা করার কথা উল্লেখ রয়েছে। কিন্তু গ্রন্থকার বলেন, আমি হাদীসটি বুখারী, মুসলিম ও হুমাইদীর কিতাবে খুঁজে পাইনি। অবশ্য জামেউল উসূলের গ্রন্থকার হাদীসটি উল্লেখ করেছেন। এমনিভাবে খাত্তাবীও মা'আলিমুস সুনানে আবু দাউদ হতে সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসার (রাযিঃ)-এর সূত্রে এ হাদীস বর্ণনা করেন।
كتاب الطهارة
بَابُ الْمِسْوَاكِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَشْرَ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَاسْتِنْشَاقُ الْمَاءِ وَقَصُّ الْأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الْإِبِطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ)

يَعْنِي الِاسْتِنْجَاءَ - قَالَ الرَّاوِي: ونسيت الْعَاشِرَة إِلَّا أَن تكون الْمَضْمَضَة. رَوَاهُ مُسلم

وَفِي رِوَايَةٍ «الْخِتَانُ» بَدَلَ «إِعْفَاءُ اللِّحْيَةِ» لَمْ أَجِدْ هَذِهِ الرِّوَايَةَ فِي «الصَّحِيحَيْنِ» وَلَا فِي كِتَابِ الْحُمَيْدِيِّ

وَلَكِنْ ذَكَرَهَا صَاحِبُ «الْجَامِعِ» وَكَذَا الْخطابِيّ فِي «معالم السّنَن» :
হাদীস নং: ৩৮০
- পাক-পবিত্রতার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মিসওয়াক করা প্রসঙ্গে
৩৮০। হাদীসটি আবু দাউদ-এ ’আম্মার ইবনু ইয়াসির (রাঃ)-এর সূত্রে বর্ণিত হয়েছে।
كتاب الطهارة
بَابُ الْمِسْوَاكِ
عَن أبي دَاوُد بِرِوَايَة عمار بن يَاسر
হাদীস নং: ৩৮১
- পাক-পবিত্রতার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মিসওয়াক করা প্রসঙ্গে
৩৮১। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, মেসওয়াক হল মুখ পরিষ্কারকারক এবং আল্লাহর সন্তুষ্টি লাভের পন্থা। -শাফেয়ী, আহমদ, দারেমী ও নাসায়ী আর সনদ ব্যতিরেকে বুখারী
كتاب الطهارة
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ» . رَوَاهُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَالدَّارِمِيُّ وَالنَّسَائِيُّ وَرَوَاهُ البُخَارِيّ فِي صَحِيحه بِلَا إِسْنَاد