আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩১০
৬৩০ যাহার প্রয়োজন সে-ই অপরজনের কাছে যাইবে
১৩১০. হযরত যায়িদ ইব্‌ন সাবিত (রাযিঃ) বলেন, একদা হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) তাঁহার কাছে আসিয়া ভিতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করিলেন। তিনি তাঁহাকে অনুমতি প্রদান করিলেন- তাঁহার মাথা তখন তাঁহার বাঁদীর হাতে। সে তখন তাহার চুল আঁচড়াইয়া দিতেছিল। তিনি মাথা টানিয়া সরাইয়া লইলেন। তখন হযরত উমর (রাযিঃ) তাঁহাকে বলিলেনঃ তাহাকে তোমার চুল আঁচড়াইয়া দিতে দাও। তখন তিনি বলিলেনঃ হে আমীরুল মু’মিনীন! আপনি যদি একটা লোক পাঠাইয়া দিতেন তবে তো আমি নিজেই আপনার খেদমতে আসিয়া হাযির হইতাম। হযরত উমর (রাযিঃ) বলিলেনঃ (তাহা কেমন করিয়া হয়?) প্রয়োজন যে আমার নিজের।
بَابُ مَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ , فَهُوَ أَحَقُّ أَنْ يَذْهَبَ إِلَيْهِ
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ‏:‏ حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، أَنَّ سَعِيدَ بْنَ سُلَيْمَانَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ جَاءَهُ يَسْتَأْذِنُ عَلَيْهِ يَوْمًا، فَأَذِنَ لَهُ وَرَأْسُهُ فِي يَدِ جَارِيَةٍ لَهُ تُرَجِّلُهُ، فَنَزَعَ رَأْسَهُ، فَقَالَ لَهُ عُمَرُ‏:‏ دَعْهَا تُرَجِّلُكَ، فَقَالَ‏:‏ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، لَوْ أَرْسَلْتَ إِلَيَّ جِئْتُكَ، فَقَالَ عُمَرُ‏:‏ إِنَّمَا الْحَاجَةُ لِي‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান