আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩০৮
৬২৮- কবুতর যবেহ করা।
১৩০৮. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) জনৈক ব্যক্তিকে একটি কবুতরের পিছু পিছু ধাওয়া করিয়া ছুটিতে দেখিয়া বলিলেনঃ একটা শয়তান একটি শয়তানীর পিছু পিছু ছুটিতেছে।
بَابُ ذَبْحِ الْحَمَامِ
حَدَّثَنَا شِهَابُ بْنُ مَعْمَرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ رَأَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَجُلاً يَتْبَعُ حَمَامَةً، قَالَ‏:‏ شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৩০৯
৬২৮- কবুতর যবেহ করা।
১৩০৯. হযরত হাসান (রাযিঃ) বলেনঃ হযরত উসমান (রাযিঃ) জু’মার কোন খুত্বাই দিতেন না যাহাতে তিনি কুকুর হত্যা ও কবুতর যবাহের কথা না বলিতেন।
(অন্যসূত্রে) হযরত হাসান (রাযিঃ) বলেনঃ হযরত উসমান (রাযিঃ)-কে আমি জুমু’আর খুতবায় কুকুর হত্যা ও কবুতর যবাহের আদেশ দিতে শুনিয়াছি।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ‏:‏ حَدَّثَنَا يُوسُفُ بْنُ عَبْدَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْحَسَنُ قَالَ‏:‏ كَانَ عُثْمَانُ لاَ يَخْطُبُ جُمُعَةً إِلاَّ أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ، وَذَبْحِ الْحَمَامِ‏.‏ حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا مُبَارَكٌ، عَنِ الْحَسَنِ قَالَ: سَمِعْتُ عُثْمَانَ يَأْمُرُ فِي خُطْبَتِهِ بِقَتْلِ الْكِلَابِ، وَذَبْحِ الْحَمَامِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান