আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৮৩
৬১৬- দৃষ্টান্তমূলক শাস্তি এবং দাবা/পাশা খেলোয়াড় ও বাতিলপন্থীদের উচ্ছেদ করা।
১২৮৩. রাবিয়া ইব্ন কুলসূম ইব্ন জুবায়র বলেন, আমার পিতা আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, একদা হযরত আব্দুল্লাহ্ ইব্ন যুবায়র (রাযিঃ) আমাদের সম্মুখে খুতবা প্রদান করিলেন এবং উক্ত খুতবায় তিনি বলিলেন, হে মক্কাবাসীরা! আমি জানিতে পারিয়াছি যে, কুরায়শ বংশীয় কিছুলোক একপ্রকার খেলা খেলিয়া থাকে । যাহাকে পাশা খেলা বলা হইয়া থাকে। উহা তো হইতেছে জুয়া বিশেষ। আর আল্লাহ্ তাআলা বলিয়াছেনঃ (إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ) নিশ্চয়ই মদ এবং জুয়া (নিষিদ্ধও শয়তানী কার্য…) আমি আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি এই খেলার অপরাধে যাহাকেই পাকাড়ও করা হইবে, আমি তাহাকে চুলে চামড়ায় শাস্তি দিব এবং তাহার পরিধেয় সেই ব্যক্তিকে দান করিয়া দিব যে তাহাকে পাকড়াও করিয়া লইয়া আসিবে।
بَابُ الأَدَبِ وَإِخْرَاجِ الَّذِينَ يَلْعَبُونَ بِالنَّرْدِ وَأَهْلِ الْبَاطِلِ
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ كُلْثُومِ بْنِ جَبْرٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: خَطَبَنَا ابْنُ الزُّبَيْرِ فَقَالَ: يَا أَهْلَ مَكَّةَ، بَلَغَنِي عَنْ رِجَالٍ مِنْ قُرَيْشٍ يَلْعَبُونَ بِلُعْبَةٍ يُقَالُ لَهَا: النَّرْدَشِيرُ، وَكَانَ أَعْسَرَ، قَالَ اللَّهُ: (إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ)، وَإِنِّي أَحْلِفُ بِاللَّهِ: لاَ أُوتَى بِرَجُلٍ لَعِبَ بِهَا إِلاَّ عَاقَبْتُهُ فِي شَعْرِهِ وَبَشَرِهِ، وَأَعْطَيْتُ سَلَبَهُ لِمَنْ أَتَانِي بِهِ.

তাহকীক:
তাহকীক চলমান