আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৭৭
৬১৫- দাবা/পাশা খেলোয়াড়ের পাপ।
১২৭৭. হযরত আবু মুসা আশ্’আরী (রাযিঃ) বলেন, যে ব্যক্তি পাশা খেলা খেলিল, সে আল্লাহ্ ও তদীয় রাসূলের না-ফরমানী করিল।
بَابُ إِثْمِ مَنْ لَعِبَ بِالنَّرْدِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُوسَى بْنِ مَيْسَرَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১২৭৮
৬১৫- দাবা/পাশা খেলোয়াড়ের পাপ।
১২৭৮. আবুল আওয়াস বলেন, হযরত আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রাযিঃ) বলিয়াছেনঃ সাবধান ঐ দুইটি ঘুঁটি হইতে সাবধান, যে ঘুঁটিগুলি থাকে চিহ্নিত এবং ঐগুলি (খেলার সময়) নিক্ষেপ করা হইয়া থাকে । মনে রাখিও, ঐগুলি হইতেছে জুয়া। [অর্থাৎ জুয়ার উপকরণ]
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ: إِيَّاكُمْ وَهَاتَيْنِ الْكَعْبَتَيْنِ الْمَوْسُومَتَيْنِ اللَّتَيْنِ يُزْجَرَانِ زَجْرًا، فَإِنَّهُمَا مِنَ الْمَيْسِرِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১২৭৯
৬১৫- দাবা/পাশা খেলোয়াড়ের পাপ।
১২৭৯. হযরত আবু বুয়ায়দার পিতা বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেন : যে পাশা ঘুঁটি দিয়া খেলা করে সে যেন শূকরের রক্তমাংসে নিজের হাত রঞ্জিত করিল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، وَقَبِيصَةُ، قَالاَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১২৮০
৬১৫- দাবা/পাশা খেলোয়াড়ের পাপ।
১২৮০. হযরত ইব্ন মুসা বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ যে ব্যক্তি পাশার ঘুঁটি দিয়া খেলিল, সে আল্লাহ্ ও তদীয় রাসূলের বিরুদ্ধাচরণ করিল ।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَمَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللهِ قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ.

তাহকীক:
তাহকীক চলমান