আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৬২
৬০৩- শিশুকে মিষ্টিমুখ (তাহনীক) করানো।
১২৬২. হযরত আনাস (রাযিঃ) বলেন, আব্দুল্লাহ্ ইব্ন আবু তাল্হা যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন আমি তাহাকে লইয়া নবী করীম (ﷺ)-এর খেদমতে গিয়া উপস্থিত হইলাম। নবী করীম (ﷺ) তখন একখানা কম্বল গায়ে জড়ানো অবস্থায় তাঁহার একটি উট চরাইতেছিলেন। তিনি জিজ্ঞাসা করিলেনঃ তোমার কাছে কি খেজুর-টেজুর আছে? আমি বলিলাম, জ্বী হ্যাঁ। তখন আমি তাহার সম্মুখে কয়েকদানা খেজুর পেশ করিলাম । তিনি ঐগুলি চিবাইলেন। অতঃপর শিশুটির মুখ খুলিয়া উহা তাহার মুখে রাখিলেন। শিশুটি চু চু করিয়া ঠোঁট চাটিতে লাগিল। তখন নবী করীম (ﷺ) ফরমাইলেনঃ আনসারদের প্রিয় বস্তু হইতেছে খেজুর এবং তিনি ঐ নবজাত শিশুটির নাম রাখিলেন আব্দুল্লাহ্।
بَابُ تَحْنِيكِ الصَّبِيِّ
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ: ذَهَبْتُ بِعَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ وُلِدَ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم فِي عَبَاءَةٍ يَهْنَأُ بَعِيرًا لَهُ، فَقَالَ: مَعَكَ تَمَرَاتٌ؟ قُلْتُ: نَعَمْ، فَنَاوَلْتُهُ تَمَرَاتٍ فَلاَكَهُنَّ، ثُمَّ فَغَرَ فَا الصَّبِيِّ، وَأَوْجَرَهُنَّ إِيَّاهُ، فَتَلَمَّظَ الصَّبِيُّ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: حُبَّ الأَنْصَارِ التَّمْرَ، وَسَمَّاهُ: عَبْدَ اللهِ.

তাহকীক:
তাহকীক চলমান