আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৬১
৬০২- শিশুর জন্মগ্রহণ উপলক্ষে দাওয়াত।
১২৬১. হযরত বিলাল ইব্‌ন কা’ব মক্কী বর্ণনা করেন, আমরা ইয়াহ্ইয়া ইব্‌ন হাসানের সাথে তাঁহার গ্রামে গিয়া সাক্ষাৎ করি। এই দলে আমি ছিলাম আর ছিলেন ইবরাহীম ইব্‌ন আদহাম (রাহঃ)। আব্দুল আযিয ইব্‌ন কুদায়েদ ও মুসা ইব্‌ন ইয়াসার। তিনি আমাদের জন্য খাবার লইয়া আসিলেন। কিন্তু মুসা হাত গুটাইয়া লইলেন। তিনি রোযা রাখিয়াছিলেন। ইয়াহ্ইয়া বলিলেনঃ এই মসজিদে বনী কিনানা বংশীয় এক ব্যক্তি যিনি নবী করীম (ﷺ)-এর সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন-দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের ইমামতী করিয়াছেন, তাঁহাকে আবু কুরসাফা নামে অভিহিত করা হইত। তিনি পালাক্রমে একদিন রোযা রাখিতেন এবং একদিন রাখিতেন না। [তাঁহার এই ইমামতির আমলেই] একদা আমার পিতার একটি শিশুসন্তানের জন্ম হইল। তিনি তাঁহাকে এমন একদিনে দাওয়াত করিলেন যেদিন তিনি রোযা রাখিয়া ছিলেন। তিনিই (এই দাওয়াত উপলক্ষে) রোযা ভাঙ্গিয়া ছিলেন। অতঃপর ইবরাহীম দাঁড়াইলেন এবং আপন পরিধেয় কাপড় দ্বারা তাহার স্থানটি পরিষ্কার করিয়া ছিলেন। আর মুসা রোযা ভাঙ্গিয়া ফেলিলেন। [আবু আব্দুল্লাহ্ অর্থাৎ ইমাম বুখারী স্বয়ং বলেন, আবু কুরসাফার নাম ছিল জুনদায়া ইব্‌ন খায়শানা।]
بَابُ الدَّعْوَةِ فِي الْوِلادَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعُمَرِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنْ بِلاَلِ بْنِ كَعْبٍ الْعَكِّيِّ قَالَ‏:‏ زُرْنَا يَحْيَى بْنَ حَسَّانَ فِي قَرْيَتِهِ، أَنَا وَإِبْرَاهِيمُ بْنُ أَدْهَمَ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ قَرِيرٍ، وَمُوسَى بْنُ يَسَارٍ، فَجَاءَنَا بِطَعَامٍ، فَأَمْسَكَ مُوسَى، وَكَانَ صَائِمًا، فَقَالَ يَحْيَى‏:‏ أَمَّنَا فِي هَذَا الْمَسْجِدِ رَجُلٌ مِنْ بَنِي كِنَانَةَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُكَنَّى أَبَا قِرْصَافَةَ أَرْبَعِينَ سَنَةً، يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، فَوُلِدَ لأَبِي غُلاَمٌ، فَدَعَاهُ فِي الْيَوْمِ الَّذِي يَصُومُ فِيهِ فَأَفْطَرَ، فَقَامَ إِبْرَاهِيمُ فَكَنَسَهُ بِكِسَائِهِ، وَأَفْطَرَ مُوسَى قَالَ أَبُو عَبْدِ اللهِ‏:‏ أَبُو قِرْصَافَةَ اسْمُهُ جَنْدَرَةُ بْنُ خَيْشَنَةَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান