আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২০৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৭১.ঘর হইতে বাহির হইবার সময় কী পড়িবে?
১২০৫. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন ঘর হইতে বাহির হইতেন। তখন বলিতেনঃ “বিস্মিল্লাহি, আত্-তুক্লানু আলাল্লাহি-লা হাওলা ওলা কুওওয়াতা ইল্লা বিল্লাহ্।” আল্লাহ্র নামে- আল্লাহ্রই উপর ভরসা। একটু নড়িবার বা কিছু করিবার শক্তি নাই আল্লাহ্র সাহায্য ছাড়া।”
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ حُسَيْنِ بْنِ عَطَاءٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: بِسْمِ اللهِ، التُّكْلاَنُ عَلَى اللهِ، لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ.
তাহকীক: