আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৬৪
৫৫০. কাহারও তদন্তের জন্য গেলে আগে তাঁহার আছে উদ্দেশ্য ব্যক্ত করিবে না
১১৬৪. আব্দুল্লাহ ইব্ন যায়িদ ইব্ন আসলাম তাঁহার পিতা হইতে এবং তাঁহার পিতা তাঁহার দাদা হইতে বলিয়াছেন, হযরত উমর (রাযিঃ) একদা আমাকে বলিলেন, যখন আমি তোমাকে কাহারও নিকটে তদন্তের উদ্দেশ্যে পাঠাই, তখন কি জন্য তোমাকে পাঠাইয়াছি, উহা তাঁহার কাছে বলিবে না, নতুবা শয়তান ঐ মুহূর্তেই তাঁহাকে একটি মিথ্যা (অজুহাত) গড়িতে সাহায্য করিবে।
بَابُ إِذَا أَرْسَلَ رَجُلا فِي حَاجَةٍ فَلا يُخْبِرُهُ
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ لِي عُمَرُ: إِذَا أَرْسَلْتُكَ إِلَى رَجُلٍ، فَلاَ تُخْبِرْهُ بِمَا أَرْسَلْتُكَ إِلَيْهِ، فَإِنَّ الشَّيْطَانَ يُعِدُّ لَهُ كِذْبَةً عِنْدَ ذَلِكَ.

তাহকীক:
তাহকীক চলমান