আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১৬৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৪৯- নবী (ﷺ) কারো দিকে ফিরলে পূর্ণদেহে ফিরতেন।
১১৬৩. হযরত সাঈদ ইব্ন মুসাইয়েব (রাযিঃ) বলেন যে, তিনি হযরত আবু হুরায়রা (রাযিঃ)-কে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রশংসায় এরূপ বলিতে শুনিয়াছেনঃ তিনি ছিলেন মধ্যমাকৃতির তবে সামান্য একটু লম্বাটে। উজ্জ্বল শুভ্র, ঘনকৃষ্ণ শশ্রুমন্ডিত, উজ্জ্বল দন্তশোভিত, প্রশস্ত ভ্রু ও বিশাল স্কন্ধ, মাংসল চেহারা বিশিষ্ট এবং তিনি তাঁহার পূর্ণ পদতল ব্যবহার করিয়া হ্যাঁটিতেন। উহাতে গর্ত ছিল না, কাহারও দিকে যখন তাকাইতেন, তখন পুরাপুরি তাঁহার দিকেই তাকাইতেন এবং যখন মুখ ফিরাইতেন পূর্ণরূপেই ফিরাইতেন। (একদৃষ্টি বা চোরাই দৃষ্টিতে কাহারও দিকেই তাকাইতেন না।) আমি আগেও তাঁহার মত কাহাকেও দেখি নাই এবং পরেও১ (এরূপ গুনবিশিষ্ট কোন পুণ্যাত্না ও সুন্দর মানুষের সাক্ষাৎ লাভ আমার ভাগ্যে জুটে নাই।)
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا الْتَفَتَ الْتَفَتَ جَمِيعًا
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ الْعَلاَءِ قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ سَالِمٍ، عَنِ الزُّبَيْدِيِّ قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَصِفُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم: كَانَ رَبْعَةً، وَهُوَ إِلَى الطُّوَلِ أَقْرَبُ، شَدِيدُ الْبَيَاضِ، أَسْوَدُ شَعْرِ اللِّحْيَةِ، حَسَنُ الثَّغْرِ، أَهْدَبُ أَشْفَارِ الْعَيْنَيْنِ، بَعِيدُ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ، مُفَاضُ الْجَبِينِ، يَطَأُ بِقَدَمِهِ جَمِيعًا، لَيْسَ لَهَا أَخْمُصُ، يُقْبِلُ جَمِيعًا، وَيُدْبِرُ جَمِيعًا، لَمْ أَرَ مِثْلَهُ قَبْلُ وَلا بَعْدُ.
তাহকীক: