আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১১৪
৫১৬- যিম্মীদের সালামের উত্তর কিভাবে দিবে?
১১১৪. হযরত আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফরমাইয়াছেনঃ ইয়াহূদিদের কেহ যখন তোমাদিগকে সালাম দেয় তখন বলিয়া থাকে; 'আস্ সামু আলাইকা' (তোমার উপর মৃত্যু আপতিত হউক!) তখন জবাবে তোমরা বলিবেঃ "ওয়া আলাইকা" (তোমার উপরও)।
بَابُ: كَيْفَ الرَّدُّ عَلَى أَهْلِ الذِّمَّةِ؟
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدُهُمْ، فَإِنَّمَا يَقُولُ: السَّامُ عَلَيْكَ، فَقُولُوا: وَعَلَيْكَ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১১৫
৫১৬- যিম্মীদের সালামের উত্তর কিভাবে দিবে?
১১১৫. ইকরামা (রাহঃ) হযরত ইব্ন আব্বাসের প্রমুখাৎ বলেনঃ সালামের জবাব দিবে, চাই সে ইয়াহুদী হউক, কিংবা অগ্নি উপাসকই হউক। কেননা, আল্লাহ তা'আলা বলিয়াছেনঃ "যখন তোমাদিগকে অভিবাদন করা হয়, তখন তোমরাও উহা অপেক্ষা উত্তম প্রত্যাভিবাদন করিবে অথবা উহারই অনুরূপ করিবে।" (সুরা নিসাঃ ৮৬)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ أَبِي ثَوْرٍ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: رُدُّوا السَّلاَمَ عَلَى مَنْ كَانَ يَهُودِيًّا، أَوْ نَصْرَانِيًّا، أَوْ مَجُوسِيًّا، ذَلِكَ بِأَنَّ اللَّهَ يَقُولُ: (وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا).

তাহকীক:
তাহকীক চলমান