আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১১২
১১৫. যিম্মীদিগকে (বিধর্মীদিগকে) ইশারায় সালাম করা
১১১২. আলকামা (রাযিঃ) বলেন, হযরত আব্দুল্লাহ্‌ (ইব্‌ন উমর) বিধর্মী নেতাদিগকে ইঙ্গিতে সালাম দিয়েছেন।
بَابُ مَنْ سَلَّمَ عَلَى الذِّمِّيِّ إِشَارَةً
حَدَّثَنَا صَدَقَةُ، قَالَ‏:‏ أَخْبَرَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ قَالَ‏:‏ إِنَّمَا سَلَّمَ عَبْدُ اللهِ عَلَى الدَّهَاقِينَ إِشَارَةً‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১১৩
১১৫. যিম্মীদিগকে (বিধর্মীদিগকে) ইশারায় সালাম করা
১১১৩. হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা জনৈক ইয়াহুদী নবী কারীম (ﷺ)-এর নিকট দিয়া অতিক্রমকালে বলিলঃ আস্‌সামু আলাইকুম। সাহাবীগণ তখন তাহাকে সালামের জবাব দিলেন। তখন নবী (ﷺ) বলিলেনঃ সে তো (আসসালামু আলাইকুম এর স্থলে) 'আস্‌ সামু আলাইকুম' (অর্থাৎ তোমার উপর মৃত্যু আপতিত হউক), বলিয়াছে। তখন তাঁহারা ইয়াহুদীকে, আসলে কী বলিয়াছে সত্য করিয়া বলিবার জন্য ধরিলেন। তখন সে উহা স্বীকার করিল। তখন নবী (ﷺ) ফরমাইলেনঃ সে যাহা বলিয়াছে তোমরাও তাহার পুনরাবৃত্তি ক্রিয়া জবাব দিয়া দাও।
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ قَالَ‏:‏ مَرَّ يَهُودِيٌّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ السَّامُ عَلَيْكُمْ، فَرَدَّ أَصْحَابُهُ السَّلاَمَ، فَقَالَ‏:‏ قَالَ‏:‏ السَّامُ عَلَيْكُمْ، فَأُخِذَ الْيَهُودِيُّ فَاعْتَرَفَ، قَالَ‏:‏ رُدُّوا عَلَيْهِ مَا قَالَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান