আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১০৫
৫১০. যেখানে প্রবেশ করিতে অনুমতির প্রয়োজন নাই
১১০৫. হযরত আইয়ান খাও্যারিজমী বলেন , একদা আমরা হযরত আনাস (রাযিঃ)- এর কাছে গেলাম ,তিনি তখন তাহার দহলিজে উপবিষ্ট ছিলেন। আমার সঙ্গী তাহাঁকে সালাম দিয়া বলিলেনঃ ভিতরে আসিতে পারি কি? তখন হযরত আনাস (রাযিঃ) বলিলেনঃ আস ; ইহা তো এমনি একটি স্থান যেখানে কাহারও জন্য অনুমতি লওয়ার প্রয়োজন করে না। তিনি আমাদিগকে আহার্য বস্তু আগাইয়া দিলেন । আমরা উহা গ্রহণ করিলাম । তারপর তিনি একটি সুমিষ্ট নাবীযের পাত্র লইয়া আসিলেন । তিনি নিজেও উহা হইতে পান করিলেন এবং আমাদিগকেও পান করাইলেন।
بَابُ مَا لا يُسْتَأْذَنُ فِيهِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَعْيَنُ الْخُوَارِزْمِيُّ قَالَ‏:‏ أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ، وَهُوَ قَاعِدٌ فِي دِهْلِيزِهِ وَلَيْسَ مَعَهُ أَحَدٌ، فَسَلَّمَ عَلَيْهِ صَاحِبِي وَقَالَ‏:‏ أَدْخُلُ‏؟‏ فَقَالَ أَنَسٌ‏:‏ ادْخُلْ، هَذَا مَكَانٌ لاَ يَسْتَأْذِنُ فِيهِ أَحَدٌ، فَقَرَّبَ إِلَيْنَا طَعَامًا، فَأَكَلْنَا، فَجَاءَ بِعُسِّ نَبِيذٍ حُلْوٍ فَشَرِبَ، وَسَقَانَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান