আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১০৪
৫০৯. ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম না নিলে সেই ঘরে শয়তান রাত্রিযাপন করে
১১০৪. হযরত জাবির (রাযিঃ) বলেন ,তিনি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছেনঃ যখন কোন ব্যক্তি ঘরে ঢুকিবার সময় এবং আহার্য্য গ্রহণের সময় আল্লাহর নাম লয় তখন শয়তান বলেঃ এই ঘরে রাত্রিযাপনের ঠাই হইবে না , আহার্যও জুটিবে না । আর যখন সে ঘরে ঢুকিবার সময় আল্লাহর নাম না লয় , তখন শয়তান বলিয়া উঠেঃ বেশ , রাত্রি যাপনের ঠাই তো জুটিয়া গেল, আর যদি আহার্য গ্রহণের সময় আল্লাহর নাম লয় তাহা হইলে শয়তান বলিয়া উঠেঃ বেশ রাত্রি যাপনের ঠাঁইও আহার্য উভয়ই জুটিয়ে গেল।
بَابُ إِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ الْبَيْتَ يَبِيتُ فِيهِ الشَّيْطَانُ
حَدَّثَنَا خَلِيفَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ، فَذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ عِنْدَ دُخُولِهِ، وَعِنْدَ طَعَامِهِ، قَالَ الشَّيْطَانُ‏:‏ لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ، وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ‏:‏ أَدْرَكْتُمُ الْمَبِيتَ، وَإِنْ لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ‏:‏ أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা