আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৭৮
৪৪৪- নিজ কন্যাকে চুমা দেয়া।
৯৭৮. উম্মুল মু’মিনীন হযরত আয়েশা (রাযিঃ) বলেন, কথায়-বার্তায়, চলনে-বলনে হযরত ফাতিমার চাইতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে অধিকতর মিল আমি আর কাহারো দেখি নাই। যখন তিনি (ফাতিমা) তাঁহার নিকটে আসিতেন, তখন তিনি তাঁহার পানে ছুটিয়া যাইতেন। তাঁহাকে খোশ-আমদেদ জানাইতেন, তাঁহাকে চুম্বন প্রদান করিতেন এবং তাঁহার হাত ধরিয়া লইয়া গিয়া নিজের বসার জায়গায় তাঁহাকে বসাইতেন। আর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-ও যখন তাঁহার (ফাতিমার) ওখানে যাইতেন তখন ফাতিমাও তাঁহার দিকে ছুটিয়া যাইতেন, তাঁহার হাত ধরিতেন, তাঁহাকে খোশ-আমদেদ জানাইতেন, তাঁহাকে তাঁহার নিজের বসার স্থানে নিয়া বসাইতেন। তিনি (ফাতিমা) তাঁহার মৃত্যুকালীন রোগের সময় তাহার নিকট আসিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে খোশ-আমদেদ জানাইলেন এবং তাঁহাকে চুম্বন প্রদান করিলেন।
بَابُ الرَّجُلِ يُقَبِّلُ ابْنَتَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ‏:‏ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ‏:‏ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ‏:‏ مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ حَدِيثًا وَكَلاَمًا بِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم مِنْ فَاطِمَةَ، وَكَانَتْ إِذَا دَخَلَتْ عَلَيْهِ قَامَ إِلَيْهَا، فَرَحَّبَ بِهَا وَقَبَّلَهَا، وَأَجْلَسَهَا فِي مَجْلِسِهِ، وَكَانَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ إِلَيْهِ فَأَخَذَتْ بِيَدِهِ، فَرَحَّبَتْ بِهِ وَقَبَّلَتْهُ، وَأَجْلَسَتْهُ فِي مَجْلِسِهَا، فَدَخَلَتْ عَلَيْهِ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ، فَرَحَّبَ بِهَا وَقَبَّلَهَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা