আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৭৪
৪৪১- মোসাফাহা (করমর্দন)।
৯৭৪. হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেন, যখন ইয়েমেনবাসীগণ নবী করীম (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলেন তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ ইয়েমেনবাসীগণ আসিয়াছেন। তোমাদের তুলনায় তাহাদের অন্তর কোমলতর। তাহারাই সর্বপ্রথম মোসাফাহার (করমর্দনের) প্রচলন করেন।
بَابُ الْمُصَافَحَةِ
حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: لَمَّا جَاءَ أَهْلُ الْيَمَنِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: قَدْ أَقْبَلَ أَهْلُ الْيَمَنِ وَهُمْ أَرَقُّ قُلُوبًا مِنْكُمْ، فَهُمْ أَوَّلُ مَنْ جَاءَ بِالْمُصَافَحَةِ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯৭৫
৪৪১- মোসাফাহা (করমর্দন)।
৯৭৫. হযরত বারা ইব্ন আযিব (রাযিঃ) বলেন, সালাম বা অভিবাদনের পূর্ণতার মধ্যে ইহাও শামিল যে, তুমি তোমার ভাইয়ের সাথে মোসাফাহা বা করমর্দনও করিবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ أَبِي جَعْفَرٍ الْفَرَّاءِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: مِنْ تَمَامِ التَّحِيَّةِ أَنْ تُصَافِحَ أَخَاكَ.

তাহকীক:
তাহকীক চলমান