আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৭৩
৪৪০. বালকদের সাথে মোসাফাহা
৯৭৩. সালামা ইব্ন বিরদান বলেন, একদা আমি হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ)-কে লোকজনের সাথে মোসাফাহা করিতে দেখিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেনঃ তুমি কে হে বাপু ? আমি বলিলাম, আমি বনি লাইস গোত্রের একজন মুক্ত দাস। তিনি তিনবার আমার মাথায় হাত বুলাইলেন এবং বলিলেনঃ আল্লাহ্ তোমাকে বরকত দিন
بَابُ مُصَافَحَةِ الصِّبْيَانِ
حَدَّثَنَا ابْنُ شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُبَاتَةَ، عَنْ سَلَمَةَ بْنِ وَرْدَانَ قَالَ: رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يُصَافِحُ النَّاسَ، فَسَأَلَنِي: مَنْ أَنْتَ؟ فَقُلْتُ: مَوْلًى لِبَنِي لَيْثٍ، فَمَسَحَ عَلَى رَأْسِي ثَلاَثًا وَقَالَ: بَارَكَ اللَّهُ فِيكَ.

তাহকীক:
তাহকীক চলমান