আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৪৫
৪২৪- কেউ বারবার হাঁচি দিলে।
৯৪৫. ইয়াস ইব্ন সালামা বলেন, আমার পিতা বলিয়াছেনঃ একদা আমি নবী করীম (ﷺ)-এর দরবারে বসা ছিলাম, এমন সময় এক ব্যক্তি হাঁচি দিয়া উঠিল। তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ ‘ইয়ারহামুকাল্লাহ্’! অতঃপর সে ব্যক্তি পুনরায় হাঁচি দিলে নবী করীম (ﷺ) বলিলেনঃ এই ব্যক্তি তো সর্দিগ্রস্ত।
بَابُ إِذَا عَطَسَ مِرَارًا
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَعَطَسَ رَجُلٌ، فَقَالَ: يَرْحَمُكَ اللَّهُ، ثُمَّ عَطَسَ أُخْرَى، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: هَذَا مَزْكُومٌ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৪৬
৪২৪- কেউ বারবার হাঁচি দিলে।
৯৪৬. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, হাঁচি প্রদানকারীর জবাব দাও, একবার দুইবার তিনবার ইহার পর যাহা তাহা সর্দি (অর্থাৎ সর্দির প্রভাব সুতরাং উহাতে আল-হামদুলিল্লাহ্ বা জবাব দেওয়া প্রয়োজন নাই)।
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: شَمِّتْهُ وَاحِدَةً وَثِنْتَيْنِ وَثَلاَثًا، فَمَا كَانَ بَعْدَ هَذَا فَهُوَ زُكَامٌ.

তাহকীক:
তাহকীক চলমান