আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৪৪
৪২৩- কেউ যেন হাঁচি দিয়ে আ-বা’ না বলে।
৯৪৪. মুজাহিদ হইতে বর্ণিত আছে যে, তিনি হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমরের এক পুত্রকে (নাম আবু বকর অথবা উমর ছিল) হাঁচির সময় আ-বা’ বলিতে শুনিয়া বলিলেনঃ আ-বা’ আবার কি? আ-বা’ তো হইতেছে শয়তানের মধ্যকার একটি শয়তানের নাম। ইহাকে হাঁচি ও আল-হামদুলিল্লাহর মধ্যে ভরিয়া দিয়াছে।
بَابُ لَا يَقُولُ: آبَّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ: أَخْبَرَنَا مَخْلَدٌ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: عَطَسَ ابْنٌ لِعَبْدِ اللهِ بْنِ عُمَرَ، إِمَّا أَبُو بَكْرٍ، وَإِمَّا عُمَرُ، فَقَالَ: آبَّ، فَقَالَ ابْنُ عُمَرَ: وَمَا آبَّ؟ إِنَّ آبَّ اسْمُ شَيْطَانٍ مِنَ الشَّيَاطِينِ جَعَلَهَا بَيْنَ الْعَطْسَةِ وَالْحَمْدِ.

তাহকীক:
তাহকীক চলমান