আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯১৪
৪০৭. গ্রহের প্রভাবে ঝড়বৃষ্টি হইয়াছে বলা
৯১৪. হযরত যায়িদ ইব্‌ন খালিদ জুহানী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এক বৃষ্টিমুখর রাত্রির প্রভাতে হুদায়বিয়াতে আমাদিগকেসহ ফজরের নামায পড়িলেন। নামাযান্তে নবী করীম (ﷺ) উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করিয়া বলিলেনঃ তোমরা কি জান, তোমাদের প্রভু পরোয়ারদিগার কি বলিয়াছেন? তাঁহারা বলিলেনঃ আল্লাহ্ ও তাঁহার রাসূলই সমধিক জ্ঞাত। তিনি বলিলেনঃ (আল্লাহ্ বলিয়াছেনঃ) আমার বান্দারা প্রভাতে আমার প্রতি বিশ্বাসী ও অবিশ্বাসী (মুমিন ও কাফিররূপে) গাত্রোথান করে। যে ব্যক্তি বলে, আল্লাহ্‌র করুণা ও দয়ায় বৃষ্টি হইয়াছে সে আমার প্রতি বিশ্বাস রাখে-সে মু’মিন কারণ সে গ্রহসমূহের প্রতি বিশ্বাস রাখে না-আর যে ব্যক্তি বলে অমুক অমুখ গ্রহের প্রভাবে বৃষ্টি হইয়াছে সে আমাতে অবিশ্বাসী আর গ্রহসমূহে বিশ্বাসী।
بَابُ قَوْلِ الرَّجُلِ‏:‏ مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ‏:‏ صَلَّى لَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى أَثَرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ‏:‏ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ‏؟‏ قَالُوا‏:‏ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ‏:‏ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ‏:‏ مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ، فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ‏:‏ بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي، مُؤْمِنٌ بِالْكَوْكَبِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান