আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯১৩
৪০৬- তোমরা বায়ুকে গালি দিও না।
৯১৩. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, একদা মক্কার পথে কতিপয় লোক হাওয়ার মুখে পড়িয়া গেল। উমর (রাযিঃ) ও (তাহাদের সাথে একই কাফেলায়) হজ্জের উদ্দেশ্যে যাইতেছিলেন। সেই হাওয়া অত্যন্ত বেগবতী হইয়া উঠিল। উমর (রাযিঃ) তাহার নিকটবর্তী লোকদিগকে লক্ষ্য করিয়া বলিলেনঃ এই হাওয়াটা কী? কিন্তু কেহই কোন উত্তর দিল না। তখন আমি আমার বাহনটিকে তাহার দিকে ধাবিত করিলাম এবং তাহার নিকটে গিয়া পৌছিলাম। তখন আমি তাহাকে বলিলামঃ শুনিতে পাইলাম আপনি নাকি হাওয়া সম্পর্কে প্রশ্ন উঠাঁইয়াছেন। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, হাওয়া হইতেছে আল্লাহ্‌র রহমতের অন্তর্ভুক্ত। উহা রহমতও নিয়া আসে আবার আযাবও নিয়া আসে। সুতরাং কেহ উহাকে গালমন্দ দিও না বরং আল্লাহ্‌র দরবারে উহার মঙ্গল প্রার্থনা কর এবং উহার অনিষ্ট হইতে আশ্রয় প্রার্থনা কর।
بَابُ لَا تَسُبُّوا الرِّيحَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ ثَابِتِ بْنِ قَيْسٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ‏:‏ أَخَذَتِ النَّاسَ الرِّيحُ فِي طَرِيقِ مَكَّةَ، وَعُمَرُ حَاجٌّ، فَاشْتَدَّتْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ‏:‏ مَا الرِّيحُ‏؟‏ فَلَمْ يَرْجِعُوا بِشَيْءٍ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي فَأَدْرَكْتُهُ، فَقُلْتُ‏:‏ بَلَغَنِي أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ الرِّيحُ مِنْ رَوْحِ اللهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ، فَلاَ تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَعُوذُوا مِنْ شَرِّهَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান