আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৮৯৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৯৬- কাজকর্মে ধীরস্থিরতা।
৮৯৫. হযরত যুহরী (রাহঃ) এমন এক ব্যক্তির প্রমুখাৎ ঘটনাটি বর্ণনা করেন যিনি নিজে এ ঘটনার সাথে জড়িত ছিলেন। তিনি বলেন, আমি আমার পিতার সহিত রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে উপস্থিত হই। তিনি আমার আগোচরে পিতার সহিত একান্তে কী যেন কথাবার্তা বলিলেন। রাবী বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম, পিতা! রাসূলুল্লাহ্ (ﷺ) আপনাকে কি বলিলেন? তিনি বলিলেন, তুমি যখন কিছু একটা করিতে উদ্যত হও তখন রহিয়া সহিয়া করিবে যতক্ষণ না আল্লাহ্ তাআলা নির্গমনের পথ তোমাকে দেখান অথবা আল্লাহ্ কোন বিহিত ব্যবস্থা করিয়া দেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ التُّؤَدَةِ فِي الأمُورِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ: أَخْبَرَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ رَجُلٍ مِنْ بَلِيٍّ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم مَعَ أَبِي، فَنَاجَى أَبِي دُونِي، قَالَ: فَقُلْتُ لأَبِي: مَا قَالَ لَكَ؟ قَالَ: إِذَا أَرَدْتَ أَمْرًا فَعَلَيْكَ بِالتُّؤَدَةِ حَتَّى يُرِيَكَ اللَّهُ مِنْهُ الْمَخْرَجَ، أَوْ حَتَّى يَجْعَلَ اللَّهُ لَكَ مَخْرَجًا.
তাহকীক:
হাদীস নং: ৮৯৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৯৬- কাজকর্মে ধীরস্থিরতা।
৮৯৬. মুহাম্মাদ ইব্নুল হানাফিয়্যা বলেন, সেই ব্যক্তি জ্ঞানী নহে, যে সব কিছু গোছাইয়া বলিতে এবং পরিস্থিতির সহিত নিজেকে খাপ খাওয়াইয়া চলিতে না পারে, যে পর্যন্ত না আল্লাহ্ তাহার স্বাচ্ছন্দ্য ও নির্গমনের ব্যবস্থা করেন।
أبواب الأدب المفرد للبخاري
وَعَنِ الْحَسَنِ بْنِ عَمْرٍو الْفُقَيْمِيِّ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ قَالَ: لَيْسَ بِحَكِيمٍ مَنْ لاَ يُعَاشِرُ بِالْمَعْرُوفِ مَنْ لاَ يَجِدُ مِنْ مُعَاشَرَتِهِ بُدًّا، حَتَّى يَجْعَلَ اللَّهُ لَهُ فَرَجًا أَوْ مَخْرَجًا.
তাহকীক: