আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৮৯৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৯৫. উপহাস করা
৮৯৪. হযরত আয়িশা (রাযিঃ) বলেন, একদা এক বিপন্ন ব্যাক্তি কতকগুলি মেয়েলোকের সম্মুখ দিয়া অতিক্রম করিতেছিল। তাহারা তাহাকে নিয়া হাসি ঠাট্টা করে। অতঃপর তাহাদের কতক ঐ একই বিপদের শিকার হয়।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ السُّخْرِيَةِ، وَقَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ: {لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ} [الحجرات: 11]
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَرَّ رَجُلٌ مُصَابٌ عَلَى نِسْوَةٍ، فَتَضَاحَكْنَ بِهِ يَسْخَرْنَ، فَأُصِيبَ بَعْضُهُنَّ.
তাহকীক: