আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৬৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৬৩. ইব্‌ন কায়সান নামে প্রসিদ্ধ খালিদ বলেন, একদা আমি হযরত ইব্‌ন উমর (রাযিঃ)-এর দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় আয়াস ইব্‌ন খায়সামা তাহার নিকট উপস্থিত হইয়া আরজ করিলেন, হে ফারুক তনয়! আমি কি আমার স্বরচিত কবিতা আপনাকে গানের সুরে গাহিয়া শুনাইব ? তিনি জবাব দিলেন, হ্যাঁ শুনাইতে পারো, তবে কেবল রুচিসম্মত কবিতাই শুনাইবে। তখন কবিপ্রবর তাহাকে উহা গাহিয়া শুনাইতে লাগিলেন, তারপর কবিতায় এমন এক পর্যায়ে আসিয়া কবি পৌছিলেন, যাহা তাহার রুচিতে বাধিল। তখন ইব্‌ন উমর (রাযিঃ) বলিয়া উঠিলেন, এইবার বন্ধ কর হে!
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مِنَ الشِّعْرِ حِكْمَةٌ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ ثَابِتٍ، عَنْ خَالِدٍ هُوَ ابْنُ كَيْسَانَ قَالَ‏:‏ كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ، فَوَقَفَ عَلَيْهِ إِيَاسُ بْنُ خَيْثَمَةَ قَالَ‏:‏ أَلاَ أُنْشِدُكَ مِنْ شِعْرِي يَا ابْنَ الْفَارُوقِ‏؟‏ قَالَ‏:‏ بَلَى، وَلَكِنْ لاَ تُنْشِدْنِي إِلاَّ حَسَنًا‏.‏ فَأَنْشَدَهُ حَتَّى إِذَا بَلَغَ شَيْئًا كَرِهَهُ ابْنُ عُمَرَ، قَالَ لَهُ‏:‏ أَمْسِكْ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৬৪. হযরত কাতাদা (রাযিঃ) বলেন, আমি মাতরাফকে এরূপ বলিতে শুনিয়াছি যে, আমি হযরত ইমরান ইব্‌ন হুসায়নের সাহচর্যে কূফা হইতে বাস্‌রা পর্যন্ত সফর করি। পথে কচিৎ এমন কোন মঞ্জিল বাদ পড়িয়াছে যেখানে তিনি অবতরণ করিয়াছেন অথচ আমাকে কবিতা গাহিয়া না শুনাইয়াছেন। তিনি বলেন, দুর্বোধ্য রচনায় এদিক-সেদিক করার অবকাশ রহিয়াছে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعَ مُطَرِّفًا قَالَ‏:‏ صَحِبْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ مِنَ الْكُوفَةِ إِلَى الْبَصْرَةِ، فَقَلَّ مَنْزِلٌ يَنْزِلُهُ إِلاَّ وَهُوَ يُنْشِدُنِي شِعْرًا، وَقَالَ‏:‏ إِنَّ فِي الْمَعَارِيضِ لَمَنْدُوحَةٌ عَنِ الْكَذِبِ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৬৫. উবাই ইব্‌ন কা’ব (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন কোন কবিতা অত্যন্ত জ্ঞানগর্ভ হইয়া থাকে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ‏:‏ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ أَخْبَرَهُ، أَنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ إِنَّ مِنَ الشِّعْرِ حِكْمَةً‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৬৬. হযরত আস্ওয়াদ ইব্‌ন সারী (রাযিঃ) বলেন, আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি (আমার কাব্যে) নানাভাবে আল্লাহ্‌র প্রশংসা কীর্তন করিয়াছি। তিনি বলিলেনঃ তোমার প্রভু তাঁহার প্রশংসা কীর্তন অত্যন্ত পছন্দ করেন। ইহার বেশী আর কিছুই তিনি বলিলেন না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو هَمَّامٍ مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ، قَالَ‏:‏ حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَسْوَدِ بْنِ سَرِيعٍ‏:‏ قُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنِّي مَدَحْتُ رَبِّي عَزَّ وَجَلَّ بِمَحَامِدَ، قَالَ‏:‏ أَمَا إِنَّ رَبَّكَ يُحِبُّ الْحَمْدَ، وَلَمْ يَزِدْهُ عَلَى ذَلِكَ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৬৭. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন ব্যক্তির পুঁজে ভর্তি পেট বরং তাহার কবিতা পূর্ণ পেট হইতে উত্তম।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبِي، قَالَ‏:‏ حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ‏:‏ سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا حَتَّى يَرِيَهُ، خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৬৮। আল-আসওয়াদ ইবনে সারী (রাঃ) বলেন, আমি ছিলাম কবি। অতএব আমি নবী (ﷺ)-এর নিকট এসে বললাম, আমি যে কবিতার মাধ্যমে আমার প্রভুর প্রশংসা করেছি তা দ্বারা কি আপনার প্রশংসা করতে পারি না? তিনি বলেনঃ নিশ্চয় তোমার প্রভু প্রশংসা পছন্দ করেন। তিনি আমাকে এর অতিরিক্ত কিছু বলেননি।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُبَارَكٌ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَسْوَدِ بْنِ سَرِيعٍ قَالَ‏:‏ كُنْتُ شَاعِرًا، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ‏:‏ أَلاَ أُنْشِدُكَ مَحَامِدَ حَمِدْتُ بِهَا رَبِّي‏؟‏ قَالَ‏:‏ إِنَّ رَبَّكَ يُحِبُّ الْمَحَامِدَ، وَلَمْ يَزِدْنِي عَلَيْهِ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৬৯. হিশাম ইবুন উরওয়া তাঁহার পিতার প্রমুখাৎ হযরত আয়েশা (রাযিঃ) হইতে বর্ণনা করেন যে, হযরত হাস্‌সান ইব্‌ন সাবিত রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে মুশরিকদের নিন্দামূলক কবিতা রচনার অনুমতি প্রার্থনা করেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ (তুমি যে তাহাদের নিন্দা করিবে) আমার বংশগত সম্মান যে তাহাদের সহিত বিদ্যমান উহার কি করিবে ? জবাবে তিনি বলিলেনঃ আমি তাহাদের মধ্য হইতে আপনাকে তো এইভাবে পৃথক করিয়া উঠাইয়া লইব যেমনটি উঠাইয়া লওয়া হয় আটার খামির হইতে চুল।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدَةُ، قَالَ‏:‏ أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتِ‏:‏ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ فَكَيْفَ بِنِسْبَتِي‏؟‏ فَقَالَ‏:‏ لَأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعْرَةُ مِنَ الْعَجِينِ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৭০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৭০. হিশাম তাহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ একদা আমি হযরত আয়েশার কাছে হযরত হাস্‌সানকে গালমন্দ দিতে গেলাম। [সম্ভবত হযরত আয়েশা (রাযিঃ)-এর পূত চরিত্রে কলংক লেপনের ঘটনায় হাস্‌সানের জড়িত থাকার দরুন।] তিনি বলিলেনঃ তাহাকে গালমন্দ দিও না, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষে বিরুদ্ধবাদীদের নিন্দার জবাব (তাঁহার কবিতার মাধ্যমে) দিতেন।
أبواب الأدب المفرد للبخاري
وَعَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ ذَهَبْتُ أَسُبُّ حَسَّانَ عِنْدَ عَائِشَةَ، فَقَالَتْ‏:‏ لاَ تَسُبَّهُ، فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم‏.‏
tahqiq

তাহকীক: