আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৬০
৩৭৯- বুযুর্গ ও জ্ঞাণীগণের সাথে চলার নিয়ম
৮৬০. হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) আমাদের খেজুর বাগানসমূহে বিচরণ করিতেছিলেন। এমন সময় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে আবু তালহার বাগানের দিকে যাইতেছিলেন, তখন হযরত বিলাল (রাযিঃ)-ও তাঁহার সঙ্গে সঙ্গে চলিতেছিলেন। একটি কবর পথে পড়িল, এমন সময় হঠাৎ নবী করীম (ﷺ) দাঁড়াইয়া গেলেন যেন বিলাল তাঁহার নিকটে আসিয়া যাইতে পারেন। তিনি ধারে আসিলে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ কী হে বিলাল! আমি যাহা শুনিতেছি তুমি তাহা শুনিতে পাইতেছ? উত্তরে বিলাল (রাযিঃ) বলিলেনঃ কই, আমি তো কিছু শুনিতে পাইতেছি না। বলিলেনঃ শুন, এই কবরের অধিবাসীর আযাব হইতেছে। কবরটি ছিল জনৈক ইয়াহুদীর।
بَابُ كَيْفَ الْمَشْيُ مَعَ الْكُبَرَاءِ وَأَهْلِ الْفَضْلِ؟
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ قَالَ: بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي نَخْلٍ لَنَا، نَخْلٍ لأَبِي طَلْحَةَ، تَبَرَّزَ لِحَاجَتِهِ، وَبِلاَلٌ يَمْشِي وَرَاءَهُ، يُكْرِمُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنْ يَمْشِيَ إِلَى جَنْبِهِ، فَمَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَبْرٍ فَقَامَ، حَتَّى تَمَّ إِلَيْهِ بِلاَلٌ، فَقَالَ: وَيْحَكَ يَا بِلاَلُ، هَلْ تَسْمَعُ مَا أَسْمَعُ؟ قَالَ: مَا أَسْمَعُ شَيْئًا، فَقَالَ: صَاحِبُ هَذَا الْقَبْرِ يُعَذَّبُ، فَوُجِدَ يَهُودِيًّا.

তাহকীক:
তাহকীক চলমান