আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৫৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৭৮- অবস্থা অনুপাতে কুনিয়ত বা নাম রাখা
৮৫৯. হযরত সাহল ইবন সাদ (রাযিঃ) বলেন, হযরত আলী (রাযিঃ)-এর কাছে তাহার আবু তুরাব নামটিই ছিল সর্বাধিক প্রিয়। এই নামে কেহ তাঁহাকে ডাকিলে তিনি অত্যন্ত আনন্দিত হইতেন। স্বয়ং নবী করীম (ﷺ)-ই তাহাকে এই নামে অভিহিত করেন। (ব্যাপার হইয়াছিল যে) একদা তিনি হযরত ফাতিমা (রাযিঃ)-এর উপর রাগ করিয়া ঘর হইতে বাহির হইয়া পড়েন এবং মসজিদের দেওয়াল ঘেঁষিয়া মেঝেতে শুইয়া পড়েন। নবী করীম (ﷺ) ইহার অব্যবহিত পরেই তাহার খোঁজে সেখানে আসিয়া পৌছিলেন। কেহ একজন বলিল, তিনি তো দেওয়াল ঘেঁষিয়া শুইয়া রহিয়াছেন। নবী করীম (ﷺ) তাঁহার কাছে গিয়া দেখিলেন তাঁহার পিঠ মাটিতে পূর্ণ হইয়া রহিয়াছে। নবী করীম (ﷺ) তখন পিঠ হইতে মাটি মুছিতে বলিতে লাগিলেন, উঠিয়া বস হে আবু তুরাব (মাটির পিতা)।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ كَنَّى رَجُلاً بِشَيْءٍ هُوَ فِيهِ أَوْ بِأَحَدِهِمْ
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، إِنْ كَانَتْ أَحَبَّ أَسْمَاءِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَيْهِ لَأَبُو تُرَابٍ، وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا، وَمَا سَمَّاهُ أَبَا تُرَابٍ إِلاَّ النَّبِيُّ صلى الله عليه وسلم، غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ، فَخَرَجَ فَاضْطَجَعَ إِلَى الْجِدَارِ إِلَى الْمَسْجِدِ، وَجَاءَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتْبَعُهُ، فَقَالَ‏:‏ هُوَ ذَا مُضْطَجِعٌ فِي الْجِدَارِ، فَجَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَدِ امْتَلَأَ ظَهْرُهُ تُرَابًا، فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ وَيَقُولُ‏:‏ اجْلِسْ أَبَا تُرَابٍ‏.‏
tahqiq

তাহকীক: