আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৫৩
৩৭৪- মুশরিকের ব্যাপারে কুনিয়ত প্রয়োগ করা যায় কি?
৮৫৩. হযরত উসামা ইব্ন যায়িদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদা এমন একটি মজলিসে উপনীত হইলেন, যেখানে আব্দুল্লাহ্ ইব্ন উবাই ইব্ন সালূলও উপস্থিত ছিল। ইহা হইতেছে আব্দুল্লাহ ইব্ন উবাইর ইসলাম গ্রহণের পূর্বেকার কথা। তখন সে বলিল, ওহে! আমাদের মজলিসে বিঘ্ন সৃষ্টি করিও না। অতঃপর নবী করীম (ﷺ) হযরত সা’দ ইব্ন উবাদার ঘরে তাশরীফ নিলেন এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ শুনিয়াছ সা’দ আবু হুবাব কি বলে ? এখানে আবু হুবাব বলিতে তিনি আব্দুল্লাহ ইব্ন উবাইকে বুঝাইয়াছেন।১
بَابُ هَلْ يُكَنَّى الْمُشْرِكُ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي عَقِيلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَلَغَ مَجْلِسًا فِيهِ عَبْدُ اللهِ بْنُ أُبَيِّ بْنُ سَلُولٍ، وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ، فَقَالَ: لاَ تُؤْذِينَا فِي مَجْلِسِنَا، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ: أَيْ سَعْدُ، أَلاَ تَسْمَعُ مَا يَقُولُ أَبُو حُبَابٍ؟، يُرِيدُ عَبْدَ اللهِ بْنَ أُبَيٍّ ابْنَ سَلُولٍ.

তাহকীক:
তাহকীক চলমান
