আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৩০
৩৬৩- গুরাব (কাক) নামের পরিবর্তন।
৮৩০. রায়েতা বিনতে মুসলিম বলেন, আমার পিতা মুসলিম (রাযিঃ) বলিয়াছেনঃ আমি নবী করীম (ﷺ)-এর সাথে হুনায়ন যুদ্ধে শামিল ছিলাম। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি ? আমি বলিলাম, গুরাব (কাক)। তিনি বলিলেনঃ না বরং তোমার নাম মুসলিম।
بَابُ غُرَابٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْحَارِثِ بْنِ أَبْزَى قَالَ: حَدَّثَتْنِي أُمِّي رَائِطَةُ بِنْتُ مُسْلِمٍ، عَنْ أَبِيهَا قَالَ: شَهِدْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حُنَيْنًا، فَقَالَ لِي: مَا اسْمُكَ؟ قُلْتُ: غُرَابٌ، قَالَ: لا، بَلِ اسْمُكَ مُسْلِمٌ.

তাহকীক:
তাহকীক চলমান