আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮২৮
৩৬২- সারম নাম পরিবর্তন করা।
৮২৮. আবু আব্দুর রহমান বলেন, তাহার পিতা সাঈদ মাখযুমীর পূর্ব নাম ছিল সারম (কর্তনকারী বা সম্পর্ক ছিন্নকারী)। নবী করীম (ﷺ) তাহ্যাঁর নামকরণ করেন সাঈদ (ভাগ্যবান)। উক্ত আব্দুর রহমান বলেন, আমার দাদা আমার নিকট বর্ণনা করিয়াছেনঃ আমি হযরত উসমান (রাযিঃ)-কে মসজিদে হেলান দিয়া বসা অবস্থায় দেখিয়াছি।
بَابُ الصَّرْمِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ‏:‏ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ‏:‏ حَدَّثَنِي عُمَرُ بْنُ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدٍ الْمَخْزُومِيُّ، حَدَّثَنِي جَدِّي، عَنْ أَبِيهِ، وَكَانَ اسْمُهُ الصَّرْمَ، فَسَمَّاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم سَعِيدًا، قَالَ‏:‏ رَأَيْتُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ مُتَّكِئًا فِي الْمَسْجِدِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮২৯
৩৬২- সারম নাম পরিবর্তন করা।
৮২৯. হযরত আলী (রাযিঃ) বলেন, যখন হাসান (রাযিঃ) ভূমিষ্ঠ হইল, আমি তাঁহার নাম রাখিলাম হারব (যুদ্ধ)। নবী করীম (ﷺ) আসিলেন এবং বলিলেনঃ আমার বাছা আমাকে দেখাও। তোমরা উহার নাম কি রাখিয়াছ ? আমরা বলিলাম, হারব। তিনি বলিলেনঃ বরং তাঁহার নাম হাসান। হুসায়ন (রাযিঃ) ভূমিষ্ট হইল তখন আমি তাঁহারও নাম রাখিলাম হারব। অতঃপর নবী করীম (ﷺ) আসিলেন এবং বলিলেনঃ আমার বাছা আমাকে দেখাও, তোমরা উহার নাম কি রাখিয়াছ ? আমরা বলিলাম, হারব। তিনি বলিলেনঃ না বরং উহার নাম হুসায়ন। অতঃপর যখন তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হইল, আমি তাঁহারও নাম রাখিলাম হারব। অতঃপর নবী করীম (ﷺ) আসিলেন এবং বলিলেনঃ আমার বাছা আমাকে দেখাও, তোমরা উহার নাম কি রাখিয়াছ ? আমরা বলিলাম, হারব। বলিলেনঃ না বরং উহার নাম মুহসিন। অতঃপর বলিলেনঃ আমি হারুন (আ)-এর সন্তান শুব্বার, শুব্বায়র ও মুশাব্বির-এর নাম অনুসারেই ইহাদের এইরূপ নামকরণ করিয়াছি।
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ‏:‏ لَمَّا وُلِدَ الْحَسَنُ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمَّيْتُهُ‏:‏ حَرْبًا، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ أَرُونِي ابْنِي، مَا سَمَّيْتُمُوهُ‏؟‏ قُلْنَا‏:‏ حَرْبًا، قَالَ‏:‏ بَلْ هُوَ حَسَنٌ‏.‏ فَلَمَّا وُلِدَ الْحُسَيْنُ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمَّيْتُهُ حَرْبًا، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ أَرُونِي ابْنِي، مَا سَمَّيْتُمُوهُ‏؟‏ قُلْنَا‏:‏ حَرْبًا، قَالَ‏:‏ بَلْ هُوَ حُسَيْنٌ‏.‏ فَلَمَّا وُلِدَ الثَّالِثُ سَمَّيْتُهُ‏:‏ حَرْبًا، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ أَرُونِي ابْنِي، مَا سَمَّيْتُمُوهُ‏؟‏ قُلْنَا‏:‏ حَرْبًا، قَالَ‏:‏ بَلْ هُوَ مُحْسِنٌ، ثُمَّ قَالَ‏:‏ إِنِّي سَمَّيْتُهُمْ بِأَسْمَاءِ وَلَدِ هَارُونَ‏:‏ شِبْرٌ، وَشَبِيرٌ، وَمُشَبِّرٌ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান