আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৭৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৩০- রহমতের স্থানের দুআ
৭৭৩. আবু হারিস কিরমানী বলেন, জনৈক ব্যক্তিকে হযরত আবু রাজাকে সম্বোাধন করিয়া বলিতে শুনিলাম, আপনার প্রতি সালাম নিবেদন করিতেছি এবং দু'আ করিতেছি যেন আল্লাহ্ তাঁহার রহমতের স্থানে আপনাকে ও আমাকে একত্রিত করেন। তিনি বলিলেন ও কেহ উহা করিতে পারে ? তাঁহার রহমতের স্থান কি? উক্ত ব্যক্তি বলিলেন, বেহেশত। তিনি বলিলেন, যথার্থ বল নাই। তখন ঐ ব্যক্তি বলিলেন, তবে তাঁহার রহমতের স্থান কি? তিনি বলিলেন, আমি বলিলাম ও স্বয়ং রাব্বুল আলামীন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ كَرِهَ أَنْ يُقَالَ‏:‏ اللَّهُمَّ اجْعَلْنِي فِي مُسْتَقَرِّ رَحْمَتِكَ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو الْحَارِثِ الْكَرْمَانِيُّ قَالَ‏:‏ سَمِعْتُ رَجُلاً قَالَ لأَبِي رَجَاءٍ‏:‏ أَقْرَأُ عَلَيْكَ السَّلاَمَ، وَأَسْأَلُ اللَّهَ أَنْ يَجْمَعَ بَيْنِي وَبَيْنَكَ فِي مُسْتَقَرِّ رَحْمَتِهِ، قَالَ‏:‏ وَهَلْ يَسْتَطِيعُ أَحَدٌ ذَلِكَ‏؟‏ قَالَ‏:‏ فَمَا مُسْتَقَرُّ رَحْمَتِهِ‏؟‏ قَالَ‏:‏ الْجَنَّةُ، قَالَ‏:‏ لَمْ تُصِبْ، قَالَ‏:‏ فَمَا مُسْتَقَرُّ رَحْمَتِهِ‏؟‏ قَالَ‏:‏ قُلْتُ‏:‏ رَبُّ الْعَالَمِينَ‏.‏
tahqiq

তাহকীক: