আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৭১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩২৯- ছায়াপথ।
৭৭১. আবু তুফায়ল বলেন, ইবনুল কোওয়া হযরত আলী (রাযিঃ)-কে ছায়াপথ সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। জবাবে তিনি বলিলেন, উহা হইতেছে আসমানের দরজা এবং নূহ্ (আ)-এর প্লাবনের সময় ঐ পথেই জলধারা নামিবার জন্য আকাশ খােলা হইয়াছিল।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْمَجَرَّةِ
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ وَغَيْرِهِ، عَنْ أَبِي الطُّفَيْلِ سَأَلَ ابْنُ الْكَوَّا عَلِيًّا عَنِ الْمَجَرَّةِ، قَالَ‏:‏ هُوَ شَرَجُ السَّمَاءِ، وَمِنْهَا فُتِحَتِ السَّمَاءُ بِمَاءٍ مُنْهَمِرٍ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৭২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩২৯- ছায়াপথ।
৭৭২. হযরত ইবন আব্বাস (রাযিঃ) বলেন, রংধনু হইতেছে পৃথিবীবাসীর জন্য মহাপ্লাবন হইতে অভয়ের প্রতীক আর ছায়াপথ আকাশের সেই দরজা যে দরজা দিয়া আকাশে ফাটল সৃষ্টি হইবে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَارِمٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ‏:‏ الْقَوْسُ‏:‏ أَمَانٌ لأَهْلِ الأَرْضِ مِنَ الْغَرَقِ، وَالْمَجَرَّةُ‏:‏ بَابُ السَّمَاءِ الَّذِي تَنْشَقُّ مِنْهُ
tahqiq

তাহকীক: