আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৬২
৩২২- ঘটনা বা উপমা বর্ণনা দোষের নহে
৭৬২. হযরত ইবন মাসউদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন জি'রানা নামক স্থানে গনীমতের মাল বণ্টন করেন তখন সেখানে অনেক লােক ভিড় করে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আল্লাহর কোন এক বান্দাকে আল্লাহ্ কোন এক সম্প্রদায়ের লােকদের নিকট প্রেরণ করেন। তাঁহারা তাহাকে মিথ্যা প্রতিপন্ন করিল এবং তাঁহাকে (মারপিট করিল) যখমী করিয়া দিল। সে তখন তাঁহার কপাল হইতে রক্ত মুছিতেছিল আর মুখে বলিতেছিলঃ হে আল্লাহ্! আমার সম্প্রদায়কে মার্জনা কর। কেননা তাহারা অজ্ঞ।
হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) বলেন, আমি যেন দিব্যি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখিতে পাইতেছি যে, তিনি সেই কপাল মােছায় রত ব্যক্তিটির কাহিনী বর্ণনা করিতেছেন।
بَابُ مَنْ لَمْ يَرَ بِحِكَايَةِ الْخَبَرِ بَأْسًا
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ‏:‏ لَمَّا قَسَّمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم غَنَائِمَ حُنَيْنٍ بِالْجِعْرَانَةِ ازْدَحَمُوا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ إِنَّ عَبْدًا مِنْ عِبَادِ اللهِ بَعَثَهُ اللَّهُ إِلَى قَوْمٍ، فَكَذَّبُوهُ وَشَجُّوهُ، فَكَانَ يَمْسَحُ الدَّمَ عَنْ جَبْهَتِهِ وَيَقُولُ‏:‏ اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي، فَإِنَّهُمْ لاَ يَعْلَمُونَ‏.‏ قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ‏:‏ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَحْكِي الرَّجُلَ يَمْسَحُ عَنْ جَبْهَتِهِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা