আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৬০
৩২১- নিন্দার উদ্দেশ্যে নহে পরিচয় দানের উদ্দেশ্যে কাহাকেও কৃষ্ণকায়, খর্বাকৃতি বা দীর্ঘাকৃতি প্রভৃতি বলা।
৭৬০. হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হওয়ার অনুমতি প্রার্থনা করিল। তিনি বলিলেনঃ গোত্রের মন্দ লােকটি দেখিতেছি। অতপর সে যকন ঘরে আসিয়া ঢুকিল তখন তিনি তাহার সহিত প্রসন্ন বদনে মেলামেশা করিলেন। তখন আমি বলিলাম, এ কি? (মুখে বলিলেন: লােকটি খারাপ অথচ তাহার সাথে মিশিলেন প্রাণ খুলিয়া ইহার অর্থ কী?) তিনি বলিলেনঃ আল্লাহ্ অশ্লীল ভাষীকে এবং লজ্জাহীনকে পছন্দ করেন না।
حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتِ‏:‏ اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ بِئْسَ أَخُو الْعَشِيرَةِ، فَلَمَّا دَخَلَ انْبَسَطَ إِلَيْهِ، فَقُلْتُ لَهُ‏؟‏ فَقَالَ‏:‏ إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْفَاحِشَ الْمُتَفَحِّشَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান