আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৩৬
৩০৪. যে ব্যক্তি রাগের সময় কোন ব্যক্তির কথার পুনরাবৃত্তি করে
৭৩৬. আবু নাওফিল ইবন আবু আকরাব বলেন, তাঁহার পিতা নবী করীম (ﷺ)-কে রােযা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলিলেনঃ প্রতি মাসে একদিন রােযা রাখিবে। তাহার পিতা বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হউন, আমাকে আরাে বাড়াইয়া দিন! আমাকে বাড়াইয়া দিন! যাও, মাসে দুই দিন রােযা রাখিও। আমি বলিলাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হউন, ইয়া রাসূলাল্লাহ্ ! আমাকে আরাে বাড়াইয়া দিন, কেননা আমার সামর্থ্য আছে। তখন তিনি বলিলেনঃ আমার সামর্থ্য আছে। আমার সামর্থ্য আছে। আমার সামর্থ্য আছে। তিনি আমাকে চুপ করাইয়া দিলেন, যাহাতে আমার ধারণা হইল যে, তিনি বুঝি আমাকে আর বেশী অনুমতি দিবেন না। অতঃপর বলিলেনঃ আচ্ছা যাও, প্রতি মাসে তিনটি করিয়া রােযা রাখিও।
بَابُ مَنْ حَكَى كَلَامَ الرَّجُلِ عِنْدَ الْعِتَابِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ ، وَمُسْلِمٌ نَحْوَهُ ، قَالا : حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ شَيْبَانَ ، عَنْ أَبِي نَوْفَلِ بْنِ أَبِي عَقْرَبَ ، أَنَّ أَبَاهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، عَنِ الصَّوْمِ ، فَقَالَ : " صُمْ يَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ ، قُلْتُ : بِأَبِي أَنْتَ وَأُمِّي ، زِدْنِي ، قَالَ : زِدْنِي ، زِدْنِي ، صُمْ يَوْمَيْنِ مِنْ كُلِّ شَهْرٍ ، قُلْتُ : بِأَبِي أَنْتَ وَأُمِّي ، زِدْنِي ، فَإِنِّي أَجِدُنِي قَوِيًّا ، فَقَالَ : إِنِّي أَجِدُنِي قَوِيًّا ، إِنِّي أَجِدُنِي قَوِيًّا ، فَأَفْحَمَ ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ لَنْ يَزِيدَنِي ، ثُمَّ قَالَ : صُمْ ثَلاثًا مِنْ كُلِّ شَهْرٍ

তাহকীক:
তাহকীক চলমান