আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭২৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৮- তোমরা বাতাসকে গালি দিও না।
৭২৪. হযরত উবাই (রাযিঃ) বলেন, বায়ুকে গাল দিবে না যখন তােমরা অবাঞ্ছিত হাওয়া দেখিবে তখন বলিবেঃ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الرِّيحِ ، وَخَيْرَ مَا فِيهَا ، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ ، وَشَرِّ مَا فِيهَا ، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ “হে আল্লাহ্! আমরা তােমার দরবারে এই হাওয়ার মধ্যে নিহিত এবং উহার সাথে প্রেরিত মঙ্গল রাশির প্রার্থনা জানাইতেছি এবং তােমার কাছে আশ্রয় চাহিতেছি এই বায়ুর মধ্যে নিহিত এবং উহার সাথে প্রেরিত অনিষ্টরাশি হইতে।”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ لَا تَسُبُّوا الرِّيحَ
حَدَّثَنَا حَدَّثَنَا ابْنُ أَبِي شَيْبَةَ ، قَالَ : حَدَّثَنَا أَسْبَاطٌ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي ، قَالَ : " لا تَسُبُّوا الرِّيحَ ، فَإِذَا رَأَيْتُمْ مِنْهَا مَا تَكْرَهُونَ فَقُولُوا : اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الرِّيحِ ، وَخَيْرَ مَا فِيهَا ، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ ، وَشَرِّ مَا فِيهَا ، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭২৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৮- তোমরা বাতাসকে গালি দিও না।
৭২৫. হযরত আবু হুরায়রস (রাযিঃ) বলেন ও রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ “হাওয়া স্বয়ং আল্লাহর রহমতের অংশ। উহা রহমত এবং আযাব নিয়া আবির্ভূত হয়। সুতরাং উহাকে গাল দিও না বরং উহার মঙ্গলসমূহ আল্লাহর কাছে প্রার্থনা কর এবং উহার ত.মঙ্গলসমূহ হইতে আল্লাহ্র কাছে আশ্রয় প্রার্থনা কর।”
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُسَدَّدٌ ، عَنْ يَحْيَى ، عَنِ الأَوْزَاعِيِّ ، قَالَ : حَدَّثَنِي الزُّهْرِيُّ ، قَالَ : حَدَّثَنِي ثَابِتٌ الزُّرَقِيُّ ، قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ ، تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ ، فَلا تَسُبُّوهَا ، وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا ، وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا
tahqiq

তাহকীক: