আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭২২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৭- প্রবল বায়ু প্রবাহের সময় দুআ করা।
৭২২. হযরত আনাস (রাযিঃ) বলেন, যখন জোরে তুফান বহিত তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেনঃ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَتْ بِهِ “হে আল্লাহ্! উহার সহিত যে মঙ্গল তুমি প্রেরণ করিয়াছ তাহা তােমার দরবারে প্রার্থনা করিতেছি এবং উহার সহিত যে অমঙ্গল তুমি প্রেরণ করিয়াছ, উহা হইতে তােমার দরবারে আশ্রয় প্রার্থনা করিতেছি।”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الدُّعَاءِ عِنْدَ الرِّيحِ
حَدَّثَنَا خَلِيفَةُ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ ، قَالَ : حَدَّثَنَا الْمُثَنَّى ، هُوَ ابْنُ سَعِيدٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا هَاجَتْ رِيحٌ شَدِيدَةٌ ، قَالَ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
তাহকীক:
হাদীস নং: ৭২৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৭- প্রবল বায়ু প্রবাহের সময় দুআ করা।
৭২৩. হযরত সালামা হইতে বর্ণিত আছে, যখন হাওয়া জোরে বহিত তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেনঃ اللَّهُمَّ لاقِحًا ، لا عَقِيمًا “হে আল্লাহ! উহাকে ফলবতী কর, বন্ধ্যা (প্রতিপন্ন) করিও না।”
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ ، قَالَ : حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ يَزِيدَ ، عَنْ سَلَمَةَ ، قَالَ : " كَانَ إِذَا اشْتَدَّتِ الرِّيحُ ، يَقُولُ : اللَّهُمَّ لاقِحًا ، لا عَقِيمًا
তাহকীক: