আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৮৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৬৪. মরু এলাকায় বসবাস
৫৮৩. আম্‌র ইব্‌ন ওয়াহব বলেন, আমি মুহাম্মাদ ইব্‌ন আব্দুল্লাহ্ ইব্‌ন উসায়দকে দেখিয়াছি তিনি যখন ইহরামের অবস্থায় (কোন বাহনের উপর) সাওয়ার হইতেন, তখন কাঁধের উপর হইতে কাপড় তাঁহার জানুর উপর লইয়া লইতেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ইহার তাৎপর্য কি ? বলিলেনঃ আমি হযরত আব্দুল্লাহ্‌কে এরূপ করিতে দেখিয়াছি।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَبُو حَفْصِ بْنُ عَلِيٍّ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عَمْرِو بْنِ وَهْبٍ قَالَ‏:‏ رَأَيْتُ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ أُسَيْدٍ إِذَا رَكِبَ، وَهُوَ مُحْرِمٌ، وَضَعَ ثَوْبَهُ عَنْ مَنْكِبَيْهِ، وَوَضَعَهُ عَلَى فَخِذَيْهِ، فَقُلْتُ‏:‏ مَا هَذَا‏؟‏ قَالَ‏:‏ رَأَيْتُ عَبْدَ اللهِ يَفْعَلُ مِثْلَ هَذَا‏.‏
tahqiq

তাহকীক: