আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৮২
২৬৪. অনুচ্ছেদঃ মরু এলাকায় বসবাস
৫৮২. হযরত মিকদাম ইব্ন শুরায়হ্ তাহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন। তিনি বলিয়াছেনঃ আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে প্রান্তরে গমন সম্পর্কে জিজ্ঞাসা করিলাম যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কি জনশূন্য প্রান্তরে গমন করিতেন ? তিনি বলিলেনঃ হ্যাঁ, তিনি প্রান্তরে গমন করিতেন, ঐ (দূরের) টিলাসমূহ পর্যন্ত।
بَابُ الْبَدْوُ إِلَى التِّلاعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْبَدْوِ قُلْتُ: وَهَلْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَبْدُو؟ فَقَالَتْ: نَعَمْ، كَانَ يَبْدُو إِلَى هَؤُلاَءِ التِّلاعِ.

তাহকীক:
তাহকীক চলমান