আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫২৭
২৪০- রুগ্ন ব্যক্তিকে দেখিতে গিয়া কি বলিবে?
৫২৭। হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) জনৈক বেদুঈনের রুগ্নাবস্থায় তাহাকে দেখিতে গেলেন। রাবী বলেন, আর নবী করীম (ﷺ) যখন কোন রুগ্ন ব্যক্তির কুশল জানিতে যাইতেন, তখন তিনি বলিতেন, কিছু হইবে না, আল্লাহ্ চাহেত সারিয়া যাইবে। (চিরাচরিত অভ্যাস অনুযায়ী এই বেদুঈনকে দেখিতে আসিয়াও তিনি তাহা বলিলেন।) সে ব্যক্তি বলিয়া উঠিল, উহা কি পবিত্র? উহা হইতেছে এক থুবড়ো বুড়োর উপর আপতিত টগবগে জ্বর। উহা তাহাকে কবর দেখাইয়াই তবে ছাড়িবে। নবী করীম (ﷺ) তখন বলিলেনঃ তবে তাহাই হউক!
حَدَّثَنَا مُعَلَّى ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ، قَالَ : حَدَّثَنَا خَالِدٌ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، " أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ يَعُودُهُ ، قَالَ : وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ عَلَى مَرِيضٍ يَعُودُهُ ، قَالَ : لا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ ، قَالَ : ذَاكَ طَهُورٌ ، كَلا بَلْ هِيَ حُمَّى تَفُورُ أَوْ تَثُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ ، تُزِيرُهُ الْقُبُورَ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فَنَعَمْ إِذًا

তাহকীক:
তাহকীক চলমান
