আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫২৬
২৪০.রুগ্ন ব্যক্তিকে দেখিতে গিয়া কি বলিবে?
৫২৬। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মদীনায় আগমন করেন তখন হযরত আবু বকর ও বিলালের জ্বর হইল। আমি তাহাদের কাছে গেলাম। আমি বলিলাম, আব্বাজান! কেমন বোধ করিতেছেন এবং হে বেলাল! আপনি কেমন বোধ করিতেছেন? রাবী বলেনঃ হযরত আবু বকর (রাযিঃ)-এর যখন জ্বর হইত তখন তিনি আপন মনেই এই পংক্তি আবৃত্তি করিতেনঃ كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ “প্রত্যেকেই তাহার পরিবার-পরিজনের সহিত সকালে উঠে আর মৃত্যু থাকে তাহার জুতার ফিতার চাইতেও অধিকতর নিকটবর্তী [অর্থাৎ কার কখন যে ডাক পড়িয়া যায় বলাই ভারী। কিন্তু কে তাহা নিয়া মাথা ঘামায়?]
আর বিলালের যখন জ্বরের ঘোর কাটিত, তখন তিনি আবৃত্তি করিতেনঃأَلا لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ ، وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ وَهَلْ يَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُ “হায় এমন যদি হইত যে, একটি রাত্রি আমি এমন এক প্রান্তরে অতিবাহিত করিতাম যেখানে সুরভি মাখা তৃণ পল্লভ আমার চতুর্দিকে থাকিত! আমার সেই প্রেয়সি কি কোনদিন মুজান্নার প্রস্রবনে আসিবে? হায়, শামা আর তোফায়ল কি কোন দিন আমার সম্মুখে প্রকাশিত হইবে?” হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে আসিয়া এই সংবাদ জানাইলাম। তখন তিনি বলিলেনঃ হে আল্লাহ্! মদীনাকে আমাদের নিকট প্রিয় করিয়া দিন, যেমন প্রিয় আমাদের নিকট মক্কা কিংবা তার চাইতেও অধিক এবং উহাকে স্বাস্থ্যকর করিয়া দিন। এবং উহার মাপ ও ওযনে (অর্থাৎ মাপ ও ওযনের সামগ্রীসমূহে তথা শস্যাদিতে] বরকত দান করুন এবং উহার জ্বরের প্রকোপকে জোহফা প্রান্তরে সরাইয়া নিন !
بَابُ مَا يَقُولُ لِلْمَرِيضِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، أَنَّهَا قَالَتْ : " لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وُعِكَ أَبُو بَكْرٍ وَبِلالٌ ، قَالَتْ : فَدَخَلْتُ عَلَيْهِمَا ، قُلْتُ : يَا أَبَتَاهُ ، كَيْفَ تَجِدُكَ ؟ وَيَا بِلالُ ، كَيْفَ تَجِدُكَ ؟ قَالَ : وَكَانَ أَبُو بَكْرٍ ، إِذَا أَخَذَتْهُ الْحُمَّى ، يَقُولُ : كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ ، وَكَانَ بِلالٌ إِذَا أُقْلِعَ عَنْهُ ، يَرْفَعُ عَقِيرَتَهُ ، فَيَقُولُ : أَلا لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ ، وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ وَهَلْ يَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُ ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا : فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ ، فَقَالَ : اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ ، وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا ، وَانْقُلْ حُمَّاهَا فَاجْعَلْهَا بِالْجُحْفَةِ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান