আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫১৫
২৩৩. রুগ্ন বেদুঈনকে দেখিতে যাওয়া
৫১৫। হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলেনঃ একদা রাসূলুল্লাহ্ (ﷺ) জনৈক রুগ্ন বেদুঈনকে দেখিতে গেলেন। তিনি তখন বলিলেনঃ لا بَأْسَ عَلَيْكَ ، طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ কিছু হইবে না, আল্লাহ্ চাহে তো সারিয়া যাইবে।” বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাযিঃ) বলেনঃ তখন বেদুঈন বলিয়া উঠিল, বরং উহা হইতেছে টগবগে জ্বর। এই এবড়ো থেবড়ো বুড়োটাকে কবর দেখাইয়াই বুঝি ছাড়িবে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তবে তাহাই হইবে।
بَابُ عِيَادَةِ الْأَعْرَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ، قَالَ : حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ ، يَعُودُهُ ، فَقَالَ : لا بَأْسَ عَلَيْكَ ، طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ ، قَالَ : قَالَ الأَعْرَابِيُّ : بَلْ هِيَ حُمَّى تَفُورُ ، عَلَى شَيْخٍ كَبِيرٍ ، كَيْمَا تُزِيرُهُ الْقُبُورَ ، قَالَ : فَنَعَمْ إِذًا " .

তাহকীক:
তাহকীক চলমান
