আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫১৪
২৩২-
৫১৪। ইবরাহীম ইব্‌ন আবু আবলা বলেনঃ একদা আমার স্ত্রী রোগাক্রান্ত হইলেন। আমি তখন হযরত উম্মুদ্দারদার গৃহে যাতায়াত করিতাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিতেন, তোমার স্ত্রী কেমন আছেন ? আমি বলিতাম, অসুস্থ! তিনি তখন আমার জন্য খাবার আনাইতেন। আমি খাওয়া-দাওয়া করিয়া ঘরে ফিরিতাম। অবশেষে একদিন আমি তাহার বাড়িতে গেলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার স্ত্রীর অবস্থা কি? আমি বলিলাম, অনেকটা সুস্থ। তিনি বলিলেনঃ তুমি যদি বলিতে তোমার স্ত্রী অসুস্থ তাহা হইলে তোমার জন্য খাবার আনাইতাম, এখন যখন সে সুস্থ তোমার জন্য আর কিছুই আনাইতেছি না।
بَابٌ
حَدَّثَنَا حَدَّثَنَا الْحَسَنُ بْنُ وَاقِعٍ ، قَالَ : حَدَّثَنَا ضَمْرَةُ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ ، قَالَ : مَرِضَتِ امْرَأَتِي ، فَكُنْتُ أَجِيءُ إِلَى أُمِّ الدَّرْدَاءِ ، فَتَقُولُ لِي : " كَيْفَ أَهْلُكَ ؟ فَأَقُولُ لَهَا : مَرْضَى ، فَتَدْعُو لِي بِطَعَامٍ ، فَآكُلُ ، ثُمَّ عُدْتُ فَفَعَلَتْ ذَلِكَ ، فَجِئْتُهَا مَرَّةً ، فَقَالَتْ : كَيْفَ ؟ قُلْتُ : قَدْ تَمَاثَلُوا ، فَقَالَتْ : إِنَّمَا كُنْتُ أَدْعُو لَكَ بِطَعَامٍ أَنْ كُنْتَ تُخْبِرُنَا عَنْ أَهْلِكَ أَنَّهُمْ مَرْضَى ، فَأَمَّا إِذْ تَمَاثَلُوا فَلا نَدْعُو لَكَ بِشَيْءٍ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান