আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৭৯
২২২. অনুচ্ছেদঃ উৎপাদনের উদ্দেশ্যে সম্পদ বিনিয়োগ
৪৭৯। হযরত হানাশ তাঁহার পিতা হারিসের সূত্রে বর্ণনা করেন যে, যখন আমাদের মধ্যে কাহারো ঘোটকীর বাচ্চা হইত, তখন সে উহা যবাই করিয়া ফেলিত আর বলিত, উহা চড়িবার যোগ্য হওয়া পর্যন্ত · কি আমি বাঁচিয়া থাকিব! এমন সময় হযরত উমরের নিকট হইতে এই মর্মের একখানা পত্র আসিয়া পৌছিল যে, আল্লাহ্ তোমাদিগকে যাহা জীবিকা সূত্রে প্রদান করেন উহার রক্ষণাবেক্ষণ করিবে। কেননা তোমাদের ঐ আচরণ অত্যন্ত স্বার্থপরতা প্রসূত।
بَابُ اصْطِنَاعِ الْمَالِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَنَشُ بْنُ الْحَارِثِ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ كَانَ الرَّجُلُ مِنَّا تُنْتَجُ فَرَسُهُ فَيَنْحَرُهَا فَيَقُولُ‏:‏ أَنَا أَعِيشُ حَتَّى أَرْكَبَ هَذَا‏؟‏ فَجَاءَنَا كِتَابُ عُمَرَ‏:‏ أَنْ أَصْلِحُوا مَا رَزَقَكُمُ اللَّهُ، فَإِنَّ فِي الامْرِ تَنَفُّسًا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান