আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪১৫
১৯৩- সালাম কথা বন্ধ করার কাফ্ফারা স্বরূপ
৪১৫। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছিঃ কোন ঈমানদার ব্যক্তির সহিত তিন দিনের অধিককাল সম্পর্কচ্ছেদ করিয়া থাকা কাহারো জন্য জায়িয নহে। যখন তিনদিন অতিবাহিত হইয়া যায় তখন তাহার উচিত তাহার সহিত সাক্ষাৎ করিয়া তাহাকে সালাম করা। যদি অপর ব্যক্তি তাহার সালামের জবাব দেয় তবে তাহার ভাইয়ের সাওয়াবের ভাগী হইবে আর যদি ঐ ব্যক্তি তাহার সালামের উত্তর না দেয় তবে সালামদাতা সম্পর্কচ্ছেদের গুনাহর দায় হইতে অব্যাহতি পাইবে।
بَابُ إِنَّ السّلامَ يُجْزِئُ مِنَ الصَّرْمِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ هِلاَلِ بْنِ أَبِي هِلاَلٍ مَوْلَى ابْنِ كَعْبٍ الْمَذْحِجِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ، فَإِذَا مَرَّتْ ثَلاَثَةُ أَيَّامٍ فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلاَمَ فَقَدِ اشْتَرَكَا فِي الأَجْرِ، وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ بَرِئ الْمُسْلِمُ مِنَ الْهِجْرَةِ.

তাহকীক:
তাহকীক চলমান