আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪০৯
১৯২- হিংসা-বিদ্বেষ
৪০৯। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করিবে না, বিবাদ করিবে না, আল্লাহ্ বান্দা ভাই ভাই হইয়া থাকিবে।
بَابُ الشَّحْنَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: لاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪১০
১৯২- হিংসা-বিদ্বেষ
৪১০। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন তুমি আল্লাহর নিকট নিকৃষ্টতম শ্রেণীর লোক রূপে যাহাকে দেখিবে, সে হইল দু’মুখী লোক—যে একখানে মুখে এক কথা বলে অন্যখানে অন্য মুখে অন্য কথা বলে।
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: تَجِدُ مِنْ شَرِّ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ اللهِ ذَا الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ، وَهَؤُلاَءِ بِوَجْهٍ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪১১
১৯২- হিংসা-বিদ্বেষ
৪১১। হযরত আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কাহারও সম্পর্কে) কুধারণা পোষণ করা হইতে বিরত থাকিবে। কেননা কুধারণা হইতেছে সবচাইতে বড় মিথ্যা। একে অপরের মোকাবিলায় সাওদা ক্রয়ে অবাঞ্ছিত প্রতিযোগিতা বা প্রতারণামূলক দর-দস্তুর করিবে না, পরস্পরে হিংসা-বিদ্বেষে লিপ্ত হইও না, রেষারেষি করিও না, একে অপরের পাশ কাটাইয়া চলিও না এবং আল্লাহর বান্দারা ভাই ভাই হইয়া যাও।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِيَّاكُمْ وَ الظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَنَافَسُوا، وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪১২
১৯২- হিংসা-বিদ্বেষ
৪১২। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দ্বার উন্মুক্ত করা হয় এবং এমন প্রতিটি বান্দাকেই মার্জনা করা হয় যে আল্লাহ্র সহিত শিরক করে না। কিন্তু ঐ ব্যক্তিকে মার্জনা করা হয় না যাহার অপর কোন মুসলমান ভাইয়ের সহিত ঝগড়া-বিসম্বাদ রহিয়াছে। তাহাদের দুইজন সম্পর্কে বলা হয়, আপোস-মীমাংসা না হওয়া পর্যন্ত দুইজনের ব্যাপার থাকিতে দাও ৷
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلاَّ رَجُلٌ كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪১৩
১৯২- হিংসা-বিদ্বেষ
৪১৩। হযরত আবুদ্দারদা (রাযিঃ) বলেন, আমি কি তোমাদিগকে এমন কথা বলিব না যাহা সাদাকা-খয়রাত এবং রোযা হইতেও উত্তম ? উহা হইতেছে আপোস-মীমাংসা করিয়া দেওয়া। মনে রাখিবে বিদ্বেষ হইতেছে মুণ্ডনকারী (যাহা পুণ্যরাশিকে ক্ষুরের চুল মুণ্ডনের মত মুণ্ডন করিয়া দেয়)।
حَدَّثَنَا بِشْرُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، أَنَّهُ سَمِعَ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ: أَلاَ أُحَدِّثُكُمْ بِمَا هُوَ خَيْرٌ لَكُمْ مِنَ الصَّدَقَةِ وَالصِّيَامِ؟ صَلاَحُ ذَاتِ الْبَيْنِ، أَلاَ وَإِنَّ الْبُغْضَةَ هِيَ الْحَالِقَةُ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪১৪
১৯২- হিংসা-বিদ্বেষ
৪১৪। হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ তিনটি পাপ যাহার মধ্যে না থাকিবে তাহার অপর গুনাহসমূহ আল্লাহ্ তাআলা ইচ্ছা করিলে মাফও করিয়া দিতে পারেন। ১. যে ব্যক্তি ইন্তিকাল করিল এমন অবস্থায় যে সে আল্লাহ্র সহিত শিরক করিত না। ২. সে যাদুকর ছিল না যে যাদুর অনুসরণ করিয়া ফিরিত এবং ৩. সে ব্যক্তি তাহার কোন (মুসলমান) ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করিত না ।
حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: ثَلاَثٌ مَنْ لَمْ يَكُنَّ فِيهِ، غُفِرَ لَهُ مَا سِوَاهُ لِمَنْ شَاءَ، مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، وَلَمْ يَكُنْ سَاحِرًا يَتَّبِعُ السَّحَرَةَ، وَلَمْ يَحْقِدْ عَلَى أَخِيهِ.

তাহকীক:
তাহকীক চলমান