আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৮৭
১৮০- মিথ্যা সর্বতোভাবে পরিত্যাজ্য
৩৮৭। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সর্বাবস্থায় তোমরা সত্যাবলম্বী হইবে। কেননা সত্য কল্যাণের পথ দেখায় এবং কল্যাণ জান্নাতের পথে লইয়া যায়। এক ব্যক্তি সত্যকে অবলম্বন করিয়া চলে শেষ পর্যন্ত সে আল্লাহ্‌র দরবারে সিদ্দীক বা চরম সত্যাশ্রয়ী বলিয়া সাব্যস্ত হয়। এবং সাবধান সাবধান, মিথ্যা সর্বতোভাবে পরিহার করিবে। কেননা মিথ্যা পাপের পথে লইয়া যায় এবং পাপ জাহান্নামের পথে লইয়া যায়। এক ব্যক্তি মিথ্যাকে অবলম্বন করে, এমন কি শেষ পর্যন্ত সে আল্লাহ্‌র দরবারে কায্‌যাব বা চরম মিথ্যাবাদী বলিয়া সাব্যস্ত হয়।
بَابُ لا يَصْلُحُ الْكَذِبُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ عَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ يَصْدُقُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيقًا، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَالْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৩৮৮
১৮০- মিথ্যা সর্বতোভাবে পরিত্যাজ্য
৩৮৮। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেনঃ মিথ্যা কোন অবস্থায়ই সমর্থনযোগ্য নহে। চাই গাম্ভীর্যেই হউক, চাই ঠাট্টাচ্ছলেই হইক। আর উহাও অনুমোদনযোগ্য নহে যে তোমাদের মধ্যকার কেহ তাহার শিশু সন্তানের সহিত (কোন কিছু দেওয়ার) ওয়াদা করিবে আর পরে তাহা তাহাকে দিবে না।
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللهِ قَالَ‏:‏ لاَ يَصْلُحُ الْكَذِبُ فِي جِدٍّ وَلاَ هَزْلٍ، وَلاَ أَنْ يَعِدَ أَحَدُكُمْ وَلَدَهُ شَيْئًا ثُمَّ لاَ يُنْجِزُ لَهُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান